শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০৩৩
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৩৩। ইব্‌ন আবু দাউদ (রাহঃ)….. নাহীক ইব্‌ন সিনান আস-সুলামী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (রাযিঃ) –এর নিকট উপস্থিত হয়ে বললেন, আমি গতরাতে এক রাক’আতে মুফাস্‌সাল সূরা পাঠ করেছি। তিনি বললেন , তাহলে কবিতার ন্যায় দ্রুত এবং ছড়ানো নিম্নমানের খেজুরের ন্যায় বিক্ষিপ্তভাবে পড়া হয়েছে । সূরাগুলোকে মুফাস্‌সাল আকারে সাজানো হয়েছে , যাতে তোমরা আলাদাভাবে পড় । আমরা সেই বিশটি সামঞ্জস্যপূর্ণ সূরা সম্পর্কে জানি , যেগুলো রাসূলুল্লাহ্‌ (স) তিলাওয়াত করতেন । যেমন সূরা আর-রহমান (৫৫) আন-নাজম (৫৩) ইব্‌ন মাসউদ (রাযিঃ) এর সংকলন মুতাবিক । দুটি সূরা প্রতি রাক’আতে । ইব্‌ন মাসউদ (রাযিঃ) সূরা দুখান (৪৪) ও নাবা (৭৮) এক রাক’আতে পড়ার বিষয়টি উল্লেখ করেছেন । হুসাইন (রাহঃ) বলেন , আমি ইব্‌রাহীম (বর্ণনাকারী )-কে জিজ্ঞেস করলাম , আপনি ব্লুন তো , এর কম দীর্ঘ সূরা হলে আমি কি করব ? উত্তরে তিনি বললেন, আমি তো অনেক সময় চারটি সূরা এক রাক’আতে তিলাওয়াত করেছি ।
2033 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، قَالَ: أَخْبَرَنِي إِبْرَاهِيمُ، عَنْ نَهِيكِ بْنِ سِنَانٍ السُّلَمِيِّ أَنَّهُ أَتَى عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , فَقَالَ: " قَرَأْتُ الْمُفَصَّلَ اللَّيْلَةَ فِي رَكْعَةٍ. فَقَالَ: هَذًّا مِثْلَ هَذِّ الشِّعْرِ , وَنَثْرًا مِثْلَ نَثْرِ الدَّقَلِ , إِنَّمَا فَصَّلَ لِتُفَصِّلُوا " لَقَدْ عَلِمْنَا النَّظَائِرَ الَّتِي كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عِشْرِينَ سُورَةَ الرَّحْمَنِ وَالنَّجْمِ عَلَى تَأْلِيفِ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , كُلُّ سُورَتَيْنِ فِي رَكْعَةٍ , وَذَكَرَ الدُّخَانَ وَعَمَّ يَتَسَاءَلُونَ فِي رَكْعَةٍ. فَقُلْتُ لِإِبْرَاهِيمَ: أَرَأَيْتُ مَا دُونَ ذَلِكَ , كَيْفَ أَصْنَعُ؟ قَالَ: رُبَّمَا قَرَأْتُ أَرْبَعًا فِي رَكْعَةٍ "

হাদীসের ব্যাখ্যা:

হাদীস থেকে প্রমাণিত হয় যে, রসূলুল্লাহ স. এক রাকাতে একাধিক সুরা পাঠ করতেন। অবশ্য এ হাদীসে ফরয বা নফল কোন কথা উল্লেখ না থাকায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে, এটা ফরযের ক্ষেত্রে প্রযোজ্য কি না। তবে সাহাবায়ে কিরাম ফরয নামাযের একই রাকাতে একাধিক সুরা পড়ার আমল করতেন। তা থেকে অনুমিত হয় যে, এক রাকাতে একাধিক সুরা পড়ার আমলটি হয়তো রসূলুল্লাহ স.-এর ফরয নামাযেও ছিলো। আর সাহাবায়ে কিরাম তাঁর থেকেই এ আমল গ্রহণ করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান