শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৩১
এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০৩১। আবু বাকরা (রাহঃ) …… ই’লা ইব্ন আতা (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে , তিনি বলেছেনঃ আমি ইব্ন লাবীবা (রাহঃ) –কে বলতে শুনেছি, এক ব্যক্তি ইব্ন উমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন, আমি এক রাক’আতে অথবা রাবী বলেছেন এক রাতে মুফাস্সাল সূরাগুলো (কুরআনের শেষ সপ্তমাংশে সূরা হুজরাত থেকে শেষ পর্যন্ত সূরা গুলোকে মুফাস্সাল বলা হয় ) পাঠ করি । তখন ইব্ন উমর (রাযিঃ) বললেন, আল্লাহ তা’আল ইচ্ছে করলে তো একবারেই গোটা কুরআন নাযিল করতে পারতেন । কিন্তু তিনি তা করেন নি , বরং পৃথক পৃথকভাবে অবতীর্ণ করেছেন, যাতে প্রত্যেক সূরাকে তার রুকূ-সিজদার অংশ প্রদান করা হয়।
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেনঃ এক রাক’আতে যত ইচ্ছে সূরা পড়াতে কোন অসুবিধা নেই ।
এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
পক্ষান্তরে এ বিষয়ে অপরাপর আলিমগণ তাঁদের বিরোধিতা করেছেন। তাঁরা বলেছেনঃ এক রাক’আতে যত ইচ্ছে সূরা পড়াতে কোন অসুবিধা নেই ।
এ বিষয়ে তাঁরা নিম্নোক্ত হাদীসসমূহ দ্বারা প্রমাণ পেশ করেছেনঃ
2031 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، قَالَ: سَمِعْتُ ابْنَ لَبِيبَةَ، قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عُمَرَ: إِنِّي قَرَأْتُ الْمُفَصَّلَ فِي رَكْعَةٍ , أَوْ قَالَ: فِي لَيْلَةٍ فَقَالَ ابْنُ عُمَرَ: «إِنَّ اللهَ لَوْ شَاءَ لَأَنْزَلَهُ جُمْلَةً وَاحِدَةً , وَلَكِنْ فَصَّلَهُ , لِتُعْطَى كُلُّ سُورَةٍ حَظَّهَا مِنَ الرُّكُوعِ وَالسُّجُودِ» وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا بَأْسَ أَنْ يُصَلِّيَ الرَّجُلُ فِي الرَّكْعَةِ الْوَاحِدَةِ , مَا بَدَا لَهُ مِنَ السُّوَرِ
