শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০২৯
আন্তর্জাতিক নং: ২০৩০
৪৭. এক রাক’আতে একাধিক সূরা পড়া
২০২৯-২০৩০। আবু বাকরা (রাহঃ)…… আবুল আলিয়া (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (স) –কে বলতে শুনেছেন এরূপ ব্যক্তি আমাকে বলেছেন যে, তিনি (স) বলেছেন, প্রতিটি সূরার জন্য একটি রাক’আত।

সুলায়মান ইব্‌ন শু’আইব (রাহঃ) …… আবুল আলিয়া (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, রাসূলুল্লাহ্‌ (স) বলেছেনঃ প্রতিটি সুরার জন্য একটি রাক’আত আছে । আসিম (রাহঃ) বলেছেন , বিষয়টি আমি ইব্‌ন সীরীন (রাহঃ) এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, আবুল আলিয়ার (রাহঃ) নিকট যিনি হাদীস বর্ণনা করেছেন, তিনি কি তাঁর সুনিদির্ষ্ট নাম উল্লেখ করেছেন? আমি বললাম , না । তখন তিনি আমাকে বললেন, তুমি কি তাঁর নাম জিজ্ঞেস করবে না ? তারপর আমি আবুল আলিয়া (রাহঃ) –কে তাঁর নাম জিজ্ঞেস করে বললাম, আপনাকে কে হাদীস বর্ণনা করেছেন ? উত্তরে তিনি বললেন, কে কোথায় আমার নিকট হাদীস বর্ণনা করেছেন, আমি তা অবশ্যই জানি । বিশজনের মাঝে আমি সালাত পড়ছিলাম, সেখানে আমার নিকট এ হাদীসটি পৌছেছে ।
আবু জা’ফর তাহাবী (র ) বলেনঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন । তাঁরা বলেছেনঃ কারো উচিত নয় সালাতের একই রাক’আতে সূরা ফাতিহার সাথে এক সূরার অতিরিক্ত পড়া । এ বিষয়ে তারা উপরোক্ত এ হাদীস এবং নিম্নোক্ত ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণিত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন।
بَابُ جَمْعِ السُّوَرِ فِي رَكْعَةٍ
2029 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا مُؤَمَّلٌ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَاصِمٍ , عَنْ أَبِي الْعَالِيَةِ , قَالَ: أَخْبَرَنِي مَنْ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لِكُلِّ سُورَةٍ رَكْعَةٌ»

2030 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: أنا عَاصِمٌ الْأَحْوَلُ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِكُلِّ سُورَةٍ رَكْعَةٌ» قَالَ: فَذَكَرْتُ ذَلِكَ لِابْنِ سِيرِينَ , فَقَالَ: أَسَمَّى لَكَ مَنْ حَدَّثَهُ؟ قُلْتُ: لَا , قَالَ: أَفَلَا تَسْأَلُهُ؟ . فَسَأَلْتُهُ , فَقُلْتُ: مَنْ حَدَّثَكَ؟ فَقَالَ: إِنِّي لَأَعْلَمُ مَنْ حَدَّثَنِي , وَفِي أَيِّ مَكَانٍ حَدَّثَنِي , وَقَدْ كُنْتُ أُصَلِّي بَيْنَ عِشْرِينَ , حَتَّى بَلَغَنِي هَذَا الْحَدِيثُ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ إِلَى هَذَا قَوْمٌ فَقَالُوا: لَا يَنْبَغِي لِرَجُلٍ أَنْ يَزِيدَ فِي كُلِّ رَكْعَةٍ مِنْ صَلَاتِهِ عَلَى سُورَةٍ مَعَ فَاتِحَةِ الْكِتَابِ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ , وَبِمَا رُوِيَ عَنِ ابْنِ عُمَرَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ২০২৯ | মুসলিম বাংলা