শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০২১
বিত্রের পর নফল পড়া
২০২১। আবু বাকরা (রাহঃ) আবু হুরায়রা (রাযিঃ) সুত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি যদি তিনটি উঠনী এনে বসাই তারপর দুটি উট এসে বসাই তাহলে তা কি বেজোড় হবে না? বর্ণনাকারী বলেন, আবু হুরায়রা (রাযিঃ) তার এ উক্তি দ্বারা বিত্র ভঙ্গের উদাহরণ দিতেন ।
আমাদের মতে এটি যথার্থ উক্তি । এর অর্থ হল কিভাবে বিত্রের পর আমি যে জোড় সালাত পড়েছি সেগুলো আমার বেজোড় সালাত গুলর সাথে বিত্র হিসাবে গণ্য হবে ।
আমাদের মতে এটি যথার্থ উক্তি । এর অর্থ হল কিভাবে বিত্রের পর আমি যে জোড় সালাত পড়েছি সেগুলো আমার বেজোড় সালাত গুলর সাথে বিত্র হিসাবে গণ্য হবে ।
2021 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عَبْدُ اللهِ بْنُ حُمْرَانَ، قَالَ: ثنا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ: «لَوْ جِئْتُ بِثَلَاثِ أَبْعِرَةٍ فَأَنَخْتُهَا , ثُمَّ جِئْتُ بِبَعِيرَيْنِ فَأَنَخْتُهُمَا , أَلَيْسَ كَانَ يَكُونُ ذَلِكَ وِتْرًا؟» , قَالَ: وَكَانَ يَضْرِبُهُ مَثَلًا لِنَقْضِ الْوِتْرِ وَهَذَا عِنْدَنَا كَلَامٌ صَحِيحٌ , وَمَعْنَاهُ أَنَّ مَا صَلَّيْتَ بَعْدَ الْوِتْرِ مِنَ الْأَشْفَاعِ , فَهُوَ مَعَ الْوِتْرِ الَّذِي أَوْتَرْتَهُ وِتْرًا
