শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০২০
বিত্রের পর নফল পড়া
২০২০। আবু বাকরা (রাহঃ) ,… সাঈদ ইব্ন জুবাইর (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একবার আয়িশা (রাযিঃ) এর নিকট বিত্র ভঙ্গ সম্পর্কে আলোচনা করা হলে তিনি বললেন , এক রাতে দু’বার বিত্র নেই ।
2020 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ: ذُكِرَ عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا نَقْضُ الْوِتْرِ، فَقَالَتْ: «لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ»
