শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০১৯
বিত্রের পর নফল পড়া
২০১৯। ইব্ন মারযুক (রাহঃ) ….. খাল্লাস (রাহঃ) সূত্রে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, এক ব্যক্তি আম্মার ইব্ন ইয়াসির (রাযিঃ) –কে বিত্র সম্পর্কে জিজ্ঞেস করেছিলো । উত্তরে আমি আম্মার (রাযিঃ)-কে বলতে শুনেছি , তিনি বলেছেনঃ আমি বিত্র পড়ে তারপর ঘুমাই । তারপর যদি জাগ্রত হই তাহলে দু’দু’রাক’আত করে পড়ি ।
বস্তুত হাম্মাম (রাহঃ) এর যে হাদীসটি কাতাদা (রাহঃ) সূত্রে আমরা প্রথমে অনুচ্ছেদ বর্ণনা করেছি আমাদের মতে তার অর্থও এই । কারণ , সে হাদীসে রয়েছেঃ” যখন আমি ঘুম থেকে উঠি তখন জোর করে সালাত পড়ি” এ বাক্যটির অর্থ এও হতে পারে (তিনি যখন ঘুম থেকে উঠেন ) তখন এক রাক’আত মিলিয়ে জোড় করে ফেলেন, যেমন ইব্ন উমর (রাযিঃ) করতেন । আবার এ অর্থও হতে পারে যে, জোড় জোড় করে সালাত পড়েন । শু’বা (রাহঃ) এর হাদীসেও বর্ণিত হয়েছে যে, (আরবি) শব্দের অর্থ হলো জোড় জোড় করে সালাত পড়েছি এবং বিত্রকে ভেঙ্গে ফেলিনি ।
বস্তুত হাম্মাম (রাহঃ) এর যে হাদীসটি কাতাদা (রাহঃ) সূত্রে আমরা প্রথমে অনুচ্ছেদ বর্ণনা করেছি আমাদের মতে তার অর্থও এই । কারণ , সে হাদীসে রয়েছেঃ” যখন আমি ঘুম থেকে উঠি তখন জোর করে সালাত পড়ি” এ বাক্যটির অর্থ এও হতে পারে (তিনি যখন ঘুম থেকে উঠেন ) তখন এক রাক’আত মিলিয়ে জোড় করে ফেলেন, যেমন ইব্ন উমর (রাযিঃ) করতেন । আবার এ অর্থও হতে পারে যে, জোড় জোড় করে সালাত পড়েন । শু’বা (রাহঃ) এর হাদীসেও বর্ণিত হয়েছে যে, (আরবি) শব্দের অর্থ হলো জোড় জোড় করে সালাত পড়েছি এবং বিত্রকে ভেঙ্গে ফেলিনি ।
2019 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، وَمَالِكِ بْنِ دِينَارٍ، أَنَّهُمَا سَمِعَا خِلَاسًا، قَالَ: سَمِعْتُ عَمَّارَ بْنَ يَاسِرٍ، وَسَأَلَهُ رَجُلٌ عَنِ الْوِتْرِ، فَقَالَ: «أَمَّا أَنَا فَأُوتِرُ، ثُمَّ أَنَامُ , فَإِنْ قُمْتُ , صَلَّيْتُ رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ» وَهَذَا عِنْدَنَا مَعْنَى حَدِيثِ هَمَّامٍ , عَنْ قَتَادَةَ الَّذِي ذَكَرْنَاهُ فِي الْفَصْلِ الْأَوَّلِ ; لِأَنَّ فِي ذَلِكَ , فَإِذَا قُمْتُ شَفَعْتُ. فَاحْتَمَلَ ذَلِكَ أَنْ يَكُونَ يَشْفَعُ بِرَكْعَةٍ كَمَا كَانَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا يَفْعَلُ , وَيُحْتَمَلُ أَنْ يَكُونَ يُصَلِّي شَفْعًا شَفْعًا. فَفِي حَدِيثِ شُعْبَةَ مَا قَدْ بُيِّنَ أَنَّ مَعْنَى قَوْلِ: «شَفَعْتُ» , أَيْ صَلَّيْتُ شَفْعًا شَفْعًا , وَلَمْ أَنْقُضِ الْوِتْرَ
