শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০১৮
বিত্রের পর নফল পড়া
২০১৮। আবু বাকরা( র) ….. আবু জামরা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, আমি ইব্ন আব্বাস (রাযিঃ) কে বিত্র সম্পর্কে জিজ্ঞেস করে ছিলাম । উত্তরে তিনি বললেন, রাতের প্রথমাংশে যদি বিত্র পড়ে ফেল তা হলে শেষরাতে আর বিত্র পড়বেনা , আর যদি শেষরাতে বিত্র পড় তাহলে প্রথম রাতে পড়বে না । আবু জামরা (রাহঃ) বলেছেন, আমি আ’ইয ইব্ন আমর (রাহঃ) কেও বিষয়টি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । তিনিও অনুরূপ উত্তর দিয়েছিলেন।
2018 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنْ أَبِي جَمْرَةَ قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , عَنِ الْوِتْرِ فَقَالَ: «إِذَا أَوْتَرْتَ أَوَّلَ اللَّيْلِ فَلَا تُوتِرْ آخِرَهُ , وَإِذَا أَوْتَرْتَ آخِرَهُ , فَلَا تُوتِرْ أَوَّلَهُ» قَالَ: وَسَأَلْتُ عَائِذَ بْنَ عَمْرٍو , فَقَالَ مِثْلَهُ
