শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০১৭
নামাযের অধ্যায়
বিত্‌রের পর নফল পড়া
২০১৭। ইউনুস (রাহঃ) … ইব্‌নুল মুসায়্যিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আবু বকর (রাযিঃ) ও উমর (রাযিঃ) রাসূলুল্লাহ্‌ (স) –এর নিকট বিত্‌রের কথা আলোচনা করলেন। আবু বকর (রাযিঃ) বললেন, আমি সালাত পড়ি এবং বিত্‌র পড়ে শুই । যখন ঘুম থেকে জাগ্রত হই তখন সকাল পর্যন্ত জোড় সালাত পড়তে থাকি তা শুনে উমর (রাযিঃ) বললেন, কিন্তু আমি জোর সালাত পড়ে শয়ন করি, তারপর সাহরীর শেষ সময়ে বিত্‌র পড়ি । তখন রাসূলুল্লাহ্‌ (স) আবু বকর (রাযিঃ) –কে উদ্দেশ্য করে বললেন, “ এ সর্তক “ আর উমর (রাযিঃ)- কে উদ্দেশ্য করে বললেন, “এ শক্তিশালী “।
অতএব রাসূলুল্লাহ্‌ (স) -এর বাণি দ্বারা প্রমাণিত হলো যে, এক রাতে দুই বিত্‌র নেই । যেমন আমরা আলোচনা করেছি যে, বিত্‌র পুনঃ পড়া নেই । এটা আবু বকর (রাযিঃ) এর উক্তি অনূকুলে যে, “ আমি প্রথম রাতে বিত্‌র পড়ি, তারপর যখন জাগ্রত হই তখন সকাল পর্যন্ত জোড় সালাত পড়ি” । রাসূলুল্লাহ্‌ (স)
কতৃক আবু বকর (রাযিঃ) এর বিরুদ্ধে প্রতিবাদ না করা এর প্রমাণ যে, তিনি যেরূপ করেছেন তা বিধান মুতাবিক এবং বিত্‌রের পর নফল পড়লে তা দ্বারা বিত্‌র ভঙ্গ হয় না । এ বিষয়টি রাসূলুল্লাহ্‌ (স)
এর অনেক সাহাবী থেকেও বর্ণিত হয়েছে ঃ
كتاب الصلاة
2017 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ: " أَنَّ أَبَا بَكْرٍ، وَعُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا تَذَاكَرَا الْوِتْرَ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: أَمَّا أَنَا فَأُصَلِّي ثُمَّ أَنَامُ عَلَى وِتْرٍ , فَإِذَا اسْتَيْقَظْتُ صَلَّيْتُ شَفْعًا حَتَّى الصَّبَاحَ , فَقَالَ عُمَرُ رَضِيَ اللهُ عَنْهُ: لَكِنِّي أَنَامُ عَلَى شَفْعٍ , ثُمَّ أُوتِرُ مِنْ آخِرِ السَّحَرِ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: «حَذِرَ هَذَا» , وَقَالَ لِعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ: «قَوِيَ هَذَا» فَدَلَّ قَوْلُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا وِتْرَانِ فِي لَيْلَةٍ» عَلَى مَا ذَكَرْنَا مِنْ نَفْيِ إِعَادَةِ الْوِتْرِ وَوَافَقَ ذَلِكَ قَوْلَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ: " أَمَّا أَنَا فَأُوتِرُ أَوَّلَ اللَّيْلِ , فَإِذَا اسْتَيْقَظْتُ صَلَّيْتُ شَفْعًا حَتَّى الصَّبَاحَ وَتَرْكُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّكِيرَ عَلَيْهِ دَلِيلٌ عَلَى أَنَّ حُكْمَ ذَلِكَ كَمَا كَانَ يَفْعَلُ , وَأَنَّ الْوِتْرَ لَا يَنْقُضُهُ النَّوَافِلُ الَّتِي يُتَنَفَّلُ بِهَا بَعْدَهُ. وَقَدْ رُوِيَ ذَلِكَ أَيْضًا عَنْ جَمَاعَةٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান