শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০১৬
বিত্রের পর নফল পড়া
২০১৬। আবু বাকরা (রাহঃ) ……. জাবির ইব্ন আব্দুল্লাহ (রাযিঃ) থেকে বর্ণ্না করেন যে, রাসূলুল্লাহ্ (স) আবু বকর (রাযিঃ) কে জিজ্ঞেস করলেন , তুমি কখন বিত্র পড়? উত্তরে তিনি বললেন, ইশা’র পর রাতের প্রথমাংশে । তিনি বললেন তুমি দৃঢ়তাকে গ্রহণ করেছ। তারপর উমর (রাযিঃ) কে জিজ্ঞেস করলেন, তুমি কখন বিত্র পড়? তিনি বললেনঃ রাতের শেষাংশে । তিনি (স) বললেন , তুমি শক্তিমত্তাকে গ্রহণ করছ ।
2016 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا زَائِدَةُ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ رَضِيَ اللهُ عَنْهُ " أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَبِي بَكْرٍ: «مَتَى تُوتِرُ؟» قَالَ: أَوَّلَ اللَّيْلِ بَعْدَ الْعَتَمَةِ , قَالَ: «أَخَذْتَ بِالْوُثْقَى» , ثُمَّ قَالَ لِعُمَرَ: «مَتَى تُوتِرُ؟» قَالَ: آخِرَ اللَّيْلِ , قَالَ: «أَخَذْتَ بِالْقُوَّةِ»
