শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০০৭
বিত্‌রের পর নফল পড়া
২০০৭। আবু বাকরা (রাহঃ) … আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, এক ব্যক্তি তাঁকে অপর এক ব্যক্তি সম্পর্কে ফতোয়া জিজ্ঞেস করল যে, সে রাতের প্রথমাংশে বিত্‌রের সালাত আদায় করেছে তারপর ঘুমানোর পর জাগ্রত হয়েছে সে কি করবে ? উত্তরে তিনি বললেন,সে দশ রাক’আত পূর্ণ করবে ।
আবু হুরায়রা (রাযিঃ) থেকে এর বিপরীত হাদীস বর্ণিত আছে । পরবর্তীতে শীঘ্রই ইন্‌শাআল্লাহ সে প্রসঙ্গে আলোচনা করব । পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাঁদের বিরোধিতা করেছেন । তাঁরা বলেছেন বিত্‌রের পর নফল সালাত পড়ায় কোন দোষ নেই । আর এতে বিত্‌রের সালাতও ভঙ্গ হবে না । এ বিষয়ে তাঁরা রাসূলুল্লাহ্‌ (স) থেকে নিম্নোক্ত হাদীসসমূহ রিওয়ায়াত করেছেনঃ
2007 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا حَرْبُ بْنُ شَدَّادٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي الْحَارِثِ الْغِفَارِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، رَضِيَ اللهُ عَنْهُ: أَنَّ رَجُلًا، اسْتَفْتَاهُ عَنْ رَجُلٍ أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ ثُمَّ نَامَ ثُمَّ قَامَ كَيْفَ يَصْنَعُ؟ قَالَ: «يُتِمُّهَا عَشْرًا» وَقَدْ رُوِيَ , عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ خِلَافُ هَذَا الْقَوْلِ. وَسَنَذْكُرُهُ بَعْدَ هَذَا , إِنْ شَاءَ اللهُ تَعَالَى وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ فَقَالُوا: لَا بَأْسَ بِالتَّطَوُّعِ بَعْدَ الْوِتْرِ , وَلَا يَكُونُ ذَلِكَ نَاقِضًا لِلْوِتْرِ. وَرَوَوْا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান