শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ২০০৫
আন্তর্জাতিক নং: ২০০৬
বিত্‌রের পর নফল পড়া
২০০৫-২০০৬। আবু বাকরা (রাযিঃ)….. ইব্‌ন উমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, কেউ যদি বিত্‌র পড়ে তারপর সালাত পড়তে চায় তাহলে সে যেন বিত্‌রের সাথে অন্য রাক’আত মিলিয়ে জোড় করে ফেলে পড়ে বিত্‌র পড়ে নেয়।

আবু বাকরা (রাহঃ) ….. মাসরূক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন , ইব্‌ন উমর (রাযিঃ) বলেছেনঃ আমি কিছু কাজ আমার মতানুযায়ী করছি তা বর্ণনা করব না। তারপর পুর্বানুরূপ হাদীস বর্ণনা করেছেন । মাসরূক বলেছেনঃ ইব্‌ন মাসউদ (রাযিঃ) –এর শিষ্যগণ ইব্‌ন উমর (রাযিঃ) –এর কাজে বিস্ময় বোধ করতেন।
2005 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ، قَالَ: ثنا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ اللهِ بْنِ قُسَيْطٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَمُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ، عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: «مَنْ أَوْتَرَ فَبَدَا لَهُ أَنْ يُصَلِّيَ فَلْيَشْفَعْ إِلَيْهَا بِأُخْرَى حَتَّى يُوتِرَ بَعْدُ»

2006 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، قَالَ: ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ مَسْرُوقٍ، قَالَ: قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا شَيْءٌ أَفْعَلُهُ بِرَأْيِي لَا أَرْوِيهِ , ثُمَّ ذَكَرَ نَحْوَ ذَلِكَ قَالَ مَسْرُوقٌ: وَكَانَ أَصْحَابُ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللهُ عَنْهُ يَتَعَجَّبُونَ مِنْ صُنْعِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান