শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০০৪
বিত্রের পর নফল পড়া
২০০৪। মুহাম্মাদ ইব্ন বাহর (রাহঃ)…… জাল্লাস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আম্মার (রাযিঃ)-এর নিকট বসা ছিলাম এক ব্যক্তি এসে তাঁকে জিজ্ঞেস করল, আপনি কিরূপে বিত্র পড়েন? উত্তরে তিনি বললেন, আমি যা করি এর প্রতি তুমি সন্তুষ্ট ? লোকটি ইতিবাচক জবাব দিল । হাম্মাম নামক রাবী
বলেন, আমার ধারণ কাতাদা ? তাঁর হাদীসে বলেছেন, (আম্মারের উক্তি ) আমি রাতে পাঁচ রাক’আত বিত্র পড়ি, তারপর ঘুমাই । তারপর রাতে যখন উঠি সে বেজোড় সালাতকে জোড় বানিয়ে নিই।
বলেন, আমার ধারণ কাতাদা ? তাঁর হাদীসে বলেছেন, (আম্মারের উক্তি ) আমি রাতে পাঁচ রাক’আত বিত্র পড়ি, তারপর ঘুমাই । তারপর রাতে যখন উঠি সে বেজোড় সালাতকে জোড় বানিয়ে নিই।
2004 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَحْرٍ، قَالَ: ثنا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، وَمَالِكِ بْنِ دِينَارٍ، عَنْ خِلَاسٍ، قَالَ: كُنْتُ جَالِسًا عِنْدَ عَمَّارٍ فَأَتَاهُ رَجُلٌ فَقَالَ لَهُ: كَيْفَ تُوتِرُ؟ قَالَ: «أَتَرْضَى بِمَا أَصْنَعُ» , قَالَ: نَعَمْ , قَالَ: " أَحْسَبُ قَتَادَةَ قَالَ فِي حَدِيثِهِ: فَإِنِّي أُوتِرُ بِلَيْلٍ بِخَمْسِ رَكَعَاتٍ , ثُمَّ أَرْقُدُ فَإِذَا قُمْتُ مِنَ اللَّيْلِ شَفَعْتُ "
