শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০০৩
বিত্রের পর নফল পড়া
২০০৩। ইব্ন মারযূক (রাহঃ) ….. হাত্তান ইব্ন আব্দুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন , আমি আলী (রাযিঃ) কে বলতে শুনেছিঃ বিত্র তিন প্রকার –
(ক) এক ব্যক্তি রাতের প্রথমাংশে বিত্র পড়ল- তারপর জাগ্রত হয়ে আরো দু’রাক’আত আদায় করল । (খ) আরেক ব্যক্তি বিত্র পড়ল রাতের প্রথমাংশে তারপর ঘুম থেকে জাগ্রত হয়ে তার বিত্রের সাথে আরো এক রাক’আত মিলিয়ে নিল। অতএব দু’রাক’আত দু’রাক’আত করে পড়ার পর সে বিত্র পড়ল । (গ) আরেক ব্যক্তি বিত্র পড়ল শেষ রাতে
(ক) এক ব্যক্তি রাতের প্রথমাংশে বিত্র পড়ল- তারপর জাগ্রত হয়ে আরো দু’রাক’আত আদায় করল । (খ) আরেক ব্যক্তি বিত্র পড়ল রাতের প্রথমাংশে তারপর ঘুম থেকে জাগ্রত হয়ে তার বিত্রের সাথে আরো এক রাক’আত মিলিয়ে নিল। অতএব দু’রাক’আত দু’রাক’আত করে পড়ার পর সে বিত্র পড়ল । (গ) আরেক ব্যক্তি বিত্র পড়ল শেষ রাতে
2003 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ أَبِي هَارُونَ الْغَنَوِيِّ، عَنْ حِطَّانَ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ عَلِيًّا، رَضِيَ اللهُ عَنْهُ يَقُولُ: " الْوِتْرُ عَلَى ثَلَاثَةِ أَنْوَاعٍ: رَجُلٌ أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ ثُمَّ اسْتَيْقَظَ فَصَلَّى رَكْعَتَيْنِ , وَرَجُلٌ أَوْتَرَ أَوَّلَ اللَّيْلِ فَاسْتَيْقَظَ فَوَصَلَ إِلَى وِتْرِهِ رَكْعَةً فَصَلَّى رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ ثُمَّ أَوْتَرَ , وَرَجُلٌ أَخَّرَ وِتْرَهُ إِلَى آخِرِ اللَّيْلِ "
