শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ২০০৮
বিত্রের পর নফল পড়া
২০০৮। ফাহাদ (রাহঃ) … আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (স) বিত্রের পর দু;রাক’আত সালাত আদায় করেছেন। তাতে তিনি বসে বসে কিরা’আত পড়েছেন । যখন রুকূ করার ইচ্ছে করলেন তখন দাঁড়িয়ে রুকূ করবেন।
আয়িশা (রাযিঃ)-এর বরাতে এরূপ হাদীস বিত্র অনুচ্ছেদে সা’দ ইব্ন হিশামের সূত্রে আমরা উল্লেখ করেছি
আয়িশা (রাযিঃ)-এর বরাতে এরূপ হাদীস বিত্র অনুচ্ছেদে সা’দ ইব্ন হিশামের সূত্রে আমরা উল্লেখ করেছি
2008 - مَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا يَحْيَى بْنُ عَبْدِ اللهِ الْبَابْلُتِّيُّ , قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكَعَ رَكْعَتَيْنِ بَعْدَ الْوِتْرِ قَرَأَ فِيهِمَا , وَهُوَ جَالِسٌ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ» وَقَدْ ذَكَرْنَا مِثْلَ ذَلِكَ أَيْضًا , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فِي بَابِ الْوِتْرِ فِي حَدِيثِ سَعْدِ بْنِ هِشَامٍ
