আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৫১- কুরআনের তাফসীর অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৪৯৬৩
২৬০৯. আল্লাহর বাণীঃ ومن يعمل مثقال ذرة شرا يره "কেউ অনু পরিমাণ অসৎকর্ম করলে সে তাও দেখবে" (৯৯ঃ ৭-৮)
৪৬০৩। ইয়াহয়া ইবনে সুলাইমান (রাহঃ) ......... আবু হুরাইরা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) কে গাধা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, একক ও ব্যাপক অর্থব্যঞ্জক এ আয়াতটি ব্যতীত এ বিষয়ে আল্লাহ আমার প্রতি আর কোন আয়াত নাযিল করেন নি। আয়াতটি হচ্ছে এইঃ “কেউ অণু-পরিমাণ সৎকর্ম করলে সে তা দেখবে এবং কেউ অণু-পরিমাণ অসৎকর্ম করলেও সে তা দেখবে” (৯৯ঃ ৭-৮)।
