শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৪৯
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪৯। ফাহাদ (রাহঃ) … আব্দুল্লাহ্‌ ইব্‌ন আমর (রাযিঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (স) বলেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্‌ তাআলার নিদর্শনাবলী হতে দুটি নিদর্শন । চাঁদ-সূর্যে কারো হায়াত-মউতের কারণে গ্রহণ লাগে না। অতএব যখন তোমরা এরূপ দেখবে তখন তোমাদের জন্য উচিত হবে আল্লাহ্‌র যিকর ও সালাতে মশগুল হওয়া।
1949 - وَقَدْ حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا أَحْمَدُ بْنُ يُونُسَ , قَالَ: ثنا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ , عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ , أَرَاهُ , وَلَا لِحَيَاتِهِ , فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَعَلَيْكُمْ بِذِكْرِ اللهِ وَالصَّلَاةِ»