শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৪৪
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪৪। ইব্ন মারযূক (রাহঃ) … মুগীরা ইব্ন শু’বা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (স) (তনয়) ইব্‌রাহীমের ইন্তিকাল দিবসে সূর্যগ্রহণ হয়েছিল । ফলে রাসূলুল্লাহ্‌ (স) বললেনঃ চন্দ্র-সূর্য আল্লাহ্ তাআলার নিদর্শনাবলীর মধ্য হতে দু’টি নিদর্শন। এগুলোতে কারো হায়াত-মউতের কারণে গ্রহণ হয় না। অতএব তোমরা এরূপ প্রত্যক্ষ করলে সূর্য আলোকোজ্জ্বল না হওয়া পর্যন্ত সালাত ও দূ’আ করতে থাকবে ।
1944 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، عَنْ زَائِدَةَ، عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، قَالَ: " انْكَسَفَتِ الشَّمْسُ يَوْمَ مَاتَ إِبْرَاهِيمُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لَا يَنْكَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلَا لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَصَلُّوا وَادْعُوا حَتَّى يَنْكَشِفَ»
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)