শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৯৪৫
আন্তর্জাতিক নং: ১৯৪৬
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪৫-১৯৪৬। সুলায়মান ইব্ন শু’আইব (রাহঃ) ও আবু বাক্রা (রাহঃ) …… আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ (এক বার) সূর্যগ্রহণ হয়েছিল । ফলে মুগীরা ইব্ন শু’বা (রাযিঃ) লোকজন নিয়ে দু’রাক’আত সালাত আদায় করলেন; চার সিজ্দা সহকারে ।
এতে প্রমাণিত হয় যে, মুগীরা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (স) – এর সালাত সম্পর্কে সেরূপই জানতেন যেরূপ তিনি করেছেন ।
এতে প্রমাণিত হয় যে, মুগীরা (রাযিঃ) রাসূলুল্লাহ্ (স) – এর সালাত সম্পর্কে সেরূপই জানতেন যেরূপ তিনি করেছেন ।
1945 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ ح
1946 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ فَصَلَّى الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ بِالنَّاسِ رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ» فَدَلَّ ذَلِكَ أَنَّ مَا كَانَ عَلِمَهُ مِنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَضَرَهُ مِثْلَ ذَلِكَ
1946 - وَحَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا زُهَيْرُ بْنُ مُعَاوِيَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: «انْكَسَفَتِ الشَّمْسُ فَصَلَّى الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ بِالنَّاسِ رَكْعَتَيْنِ وَأَرْبَعَ سَجَدَاتٍ» فَدَلَّ ذَلِكَ أَنَّ مَا كَانَ عَلِمَهُ مِنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَضَرَهُ مِثْلَ ذَلِكَ
