শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৯৪৩
সূর্যগ্রহণের সালাত কিরূপ
১৯৪৩। ইব্ন আবু দাউদ (রাহঃ) ও ফাহাদ (রাহঃ) …… নুমান ইব্ন বাশীর (রাযিঃ) অথবা অন্য কারো বরাতে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (স)-এর যুগে সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি দু’রাক’আত সালাত পড়তে লাগলেন। সালাম ফিরাচ্ছিলেন তারপর দুআ করছিলেন সূর্য আলোকোজ্জ্বল হওয়া পর্যন্ত । তারপর তিনি বললেনঃ অনেক লোকের ধারণা যে, কেবল পৃথিবীর কোন মহান ব্যক্তির মৃত্যুর কারণেই চন্দ্র-সূর্যগ্রহণ লাগে। অথচ বিষয়টি তেমন নয়। বরং চন্দ্র-সূর্য আল্লাহ্ তাআলার নিদর্শনাবলী থেকে দু’টি নিদর্শন । অতএব আল্লাহ্‌র কোন সৃষ্টির মাধ্যমে যদি আল্লাহ্‌র (কুদরতের) তাজাল্লীর প্রকাশ ঘটে তাহলে তাঁর সামনে বিনয় প্রকাশ করে ।
1943 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، وَفَهْدٌ، قَالَا: حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا عُبَيْدُ اللهِ بْنُ عَمْرٍو، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، أَوْ غَيْرِهِ , قَالَ: " كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَعَلَ يُصَلِّي رَكْعَتَيْنِ وَيُسَلِّمُ وَيَسْأَلُ حَتَّى انْجَلَتْ , ثُمَّ قَالَ: «إِنَّ رِجَالًا يَزْعُمُونَ أَنَّ الشَّمْسَ وَالْقَمَرَ لَا يَنْكَسِفَانِ إِلَّا لِمَوْتِ عَظِيمٍ مِنْ عُظَمَاءِ أَهْلِ الْأَرْضِ، وَلَيْسَ ذَلِكَ كَذَلِكَ، وَلَكِنَّهُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ فَإِذَا تَجَلَّى اللهُ لِشَيْءٍ مِنْ خَلْقِهِ خَشَعَ لَهُ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান