শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮০৭
আসরের পর দু’রাক’আতে
১৮০৭। আব্দুল্লাহ্ ইব্ন মুহাম্মাদ (রাহঃ) ..... উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) তাঁর গৃহে আসরের পর দু’রাক’আত (সালাত) আদায় করেছেন। আমি বল্লাম ,হে আল্লাহর রাসূল এ দু’রাক’আত কিসের ? তিনি বললেন ঃ আমি এ দু’রাক’আত যুহরের পর পড়তাম। (আজকে) আমার নিকট সম্পদ এসেছে এবং আমাকে তা বিরত রেখেছে। আর এখন আমি উক্ত দু’রাক’আত পড়ছি।
1807 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ خُشَيْشٍ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنِ الْأَزْرَقِ بْنِ قَيْسٍ، عَنْ ذَكْوَانَ، عَنْ عَائِشَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، رَضِيَ اللهُ عَنْهُمْ " أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى فِي بَيْتِهَا رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا هَاتَانِ الرَّكْعَتَانِ؟ فَقَالَ: «كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَجَاءَنِي مَالٌ فَشَغَلَنِي فَصَلَّيْتُهُمَا الْآنَ»
