শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮০৬
আসরের পর দু’রাক’আতে
১৮০৬। হাজ্জাজ ইব্ন ইমরান ইব্ন ফয্ল আল-বসরী (রাহঃ) ......... আব্দুর রহমান ইব্ন আবু সুফয়ান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া (রাযিঃ) আয়িশা (রাযিঃ) এর নিকট লোক পাঠালেন যেন ঐ ব্যক্তি যেন তাকে আসরের পর দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি বললেন ঃ আমার নিকট উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করেননি,বরং উম্মে সালামা (রাযিঃ) আমার নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করেছেন। তারপর তিনি উম্মে সালামা (রাযিঃ) এর নিকট লোক পাঠালেন। তিনি বললেন, উক্ত দু’রাক’আত (সালাত) রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আদায় করেছেন, আমি তাঁকে এর পূর্বে এবং পরে কখনো উক্ত দু’রাক’আত (সালাত) আদায় করতে দেখিনি। আমি বললাম,হে আল্লাহর রাসূল এ দুরাক’আত (সালাত) কিসের,যা আপনাকে দেখলাম আসরের পর আদায় করেছেন, যা আপনি এর পূর্বে এবং পরে কখনো পড়েননি। তিনি বললেন ঃ এ হচ্ছে ,যুহরের পরের দু’রাক’আত (সুন্নত) যা আমি পড়তাম। আজকে আমার নিকট সাদাকার উট এসেছে, এর ব্যস্ততার কারণে উক্ত দু’রাক’আত (সুন্নত) আমি ভুলে গিয়েছি এবং আসরের সালাত আদায় করে ফেলেছি। তারপর সেই দু’রাক’আতের কথা আমার স্বরণ হয়েছে। মসজিদে লোকদের সম্মুখে তা আদায় করা ঠিক মনে করলাম না, এজন্যে তা তোমার নিকট আদায় করছি।
1806 - حَدَّثَنَا الْحَجَّاجُ بْنُ عِمْرَانَ بْنِ الْفَضْلِ الْبَصْرِيُّ، قَالَ: ثنا يُوسُفُ بْنُ مُوسَى الْقَطَّانُ، قَالَ: ثنا أَبُو أُسَامَةَ، قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ كَثِيرٍ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ عَطَاءٍ , عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سُفْيَانَ: أَنَّ مُعَاوِيَةَ، أَرْسَلَ إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا يَسْأَلُهَا عَنِ السَّجْدَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , فَقَالَتْ: لَيْسَ عِنْدِي صَلَّاهُمَا وَلَكِنَّ أُمَّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا حَدَّثَتْنِي أَنَّهُ صَلَّاهُمَا عِنْدَهَا فَأَرْسَلَ إِلَى أُمِّ سَلَمَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقَالَتْ: " صَلَّاهُمَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي لَمْ أَرَهُ صَلَّاهُمَا قَبْلُ وَلَا بَعْدُ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا سَجْدَتَانِ رَأَيْتُكَ صَلَّيْتَهُمَا بَعْدَ الْعَصْرِ مَا صَلَّيْتَهُمَا قَبْلُ وَلَا بَعْدُ؟ فَقَالَ: «هُمَا سَجْدَتَانِ كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَقَدِمَ عَلَيَّ قَلَائِصُ مِنَ الصَّدَقَةِ فَنَسِيتُهُمَا حَتَّى صَلَّيْتُ الْعَصْرَ , ثُمَّ ذَكَرْتُهُمَا , فَكَرِهْتُ أَنْ أُصَلِّيَهُمَا فِي الْمَسْجِدِ وَالنَّاسُ يَرَوْنِي فَصَلَّيْتُهُمَا عِنْدَكِ»
