শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮০৫
আসরের পর দু’রাক’আতে
১৮০৫। আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ..... আবু সালামা ইব্ন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া ইব্ন আবু সুফইয়ান (রাযিঃ) মিম্বরে উঠার পর কাসির ইবন সাল্ত (রাহঃ)-কে বললেন, আয়িশা (রাযিঃ) এর নিকট গিয়ে তাঁকে আসরের পর রাসূলুল্লাহ (ﷺ) এর দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা কর। আবু সালামা বলেন, আমি তাঁর সাথে উঠলাম। আর ইব্ন আব্বাস (রাযিঃ) আব্দুল্লাহ ইব্ন হারিস (রাহঃ)-কে বললেন, তুমি তাঁর সাথে যাও। আমিরা তাঁর (আয়িশা রা) নিকট গিয়ে তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন (এ বিষয়ে) আমি জ্ঞাত নই। তোমরা উম্মে সালমা (রাযিঃ) কে জিজ্ঞাসা কর। আমরা তাঁকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর আমার নিকট আসলেন এবং দু’রাক’আত সালাত আদায় করলেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি তো এ দু’রাক’আত সালাত আদায় করতেন না! তিনি বললেন ঃ আমার নিকট বনু তামীম গোত্রের প্রতিনিধি দল এসেছে অথবা বললেন, আমার নিকট সাদাকার উট এসেছে । তাঁরা আমাকে দু’রাক’আত থেকে বিরত রেখেছে, যা আমি যুহরের পর আদায় করতাম।সেই দু’রাক’আত এখন (আসরের পর) আদায় করছি।
1805 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ أَبِي عُمَرَ , قَالَ: ثنا سُفْيَانُ , عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي لَبِيدٍ , عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ , قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ لِكَثِيرِ بْنِ الصَّلْتِ: اذْهَبْ إِلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَاسْأَلْهَا عَنْ رَكْعَتَيِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْعَصْرِ , قَالَ أَبُو سَلَمَةَ: فَقُمْتُ مَعَهُ , وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا لِعَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ: اذْهَبْ مَعَهُ , فَجِئْنَاهَا فَسَأَلْنَاهَا فَقَالَتْ: " لَا أَدْرِي سَلُوا أُمَّ سَلَمَةَ فَسَأَلْنَاهَا فَقَالَتْ: دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ بَعْدَ الْعَصْرِ فَصَلَّى رَكْعَتَيْنِ , فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ مَا كُنْتَ تُصَلِّي هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ؟ فَقَالَ: «قَدِمَ عَلَيَّ وَفْدٌ مِنْ بَنِي تَمِيمٍ أَوْ جَاءَتْنِي صَدَقَةٌ فَشَغَلُونِي عَنْ رَكْعَتَيْنِ كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ وَهُمَا هَاتَانِ»
