শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৮০৪
আসরের পর দু’রাক’আতে
১৮০৪। আলী ইব্ন মা’বাদ (রাহঃ) .... উবাইদুল্লাহ ইব্ন আব্দুল্লাহ্ ইব্ন উত্বা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, মুআ’বিয়া (রাযিঃ) উম্মে সালামা (রাযিঃ) এর নিকট লোক পাঠিয়ে সেই দু’রাক’আত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে, দু’রাক’আত রাসূলুল্লাহ (ﷺ) আসরের পর আদায় করতেন। উম্মে সালামা (রাযিঃ) বলেন হ্যাঁ, রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট আসরের পর দু’রাক’আত আদায় করেছেন। আমি বললাম,আপনি কি আমাকে এ দু’রাক’আতের অনুমতি দিবেন? তিনি বললেন না, বরং আমি এ দু’রাক’আত যুহরের পরে আদায় করতাম। এ দু’রাক’আত (যুহরের পর) ব্যস্ততার কারণে আদায় করতে পারিনি তাই এখন তা আদায় করছি।
1804 - بِمَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا عُبَيْدِ اللهِ بْنُ مُوسَى الْعَبْسِيُّ , قَالَ: أنا طَلْحَةُ بْنُ يَحْيَى , عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ: أَنَّ مُعَاوِيَةَ أَرْسَلَ إِلَى أُمِّ سَلَمَةَ يَسْأَلُهَا عَنِ الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ رَكَعَهُمَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الْعَصْرِ , فَقَالَتْ: " نَعَمْ صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدِي رَكْعَتَيْنِ بَعْدَ الْعَصْرِ , فَقُلْتُ: أُمِرْتَ بِهِمَا؟ قَالَ: لَا , وَلَكِنِّي كُنْتُ أُصَلِّيهِمَا بَعْدَ الظُّهْرِ فَشُغِلْتَ عَنْهُمَا فَصَلَّيْتُهُمَا الْآنَ "
