শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮০৩
আসরের পর দু’রাক’আতে
১৮০৩। আবু বাকরা (রাহঃ) ......... সায়িব নামক ব্যক্তি যায়দ ইব্ন খালিদ জুহানী (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেছেন যে, তিনি তাঁকে আসরের পর দু’রাক’আত (সালাত) আদায় করতে দেখেছেন। আর তিনি বলেছেনঃ যখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ) কে এ দু’রাক’আত (সালাত) আদায় করতে দেখেছি তখন থেকে আমি এ দু’রাক’আত ছাড়িনি।
আবু জা’ফর (তাহাবী র) বলেন ঃ একদল আলিম এ মত গ্রহণ করেছেন এবং তাঁরা বলেছেনঃ আসরের পর কেউ দু’রাক’আত সালাত আদায় করাতে কোন দোষ নেই। উক্ত দু’রাক’আত তাঁদের নিকট সুন্নত। এ বিষয়ে তাঁরা (উল্লিখিত) হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করেন। পক্ষান্তরে এ বিষয়ে অধিকাংশ আলিমগণ তাদের বিরোধিতা করেছেন এবং উক্ত দু’রাক’আতকে মাকরূহ বলেছেন।
তাঁরা এ বিষয়ে নিম্মোক্ত হাদীসসমূহ দ্বারা দলীল পেশ করে থাকেন
1803 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، قَالَ: ثنا ابْنُ جُرَيْجٍ، قَالَ: سَمِعْتُ أَبَا سَعْدٍ الْأَعْمَى، يُحَدِّثُ , عَنْ رَجُلٍ، يُقَالُ لَهُ السَّائِبُ مَوْلَى الْقَارِئِينَ , عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ رَآهُ رَكَعَ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ وَقَالَ: «لَا أَدَعُهُمَا بَعْدَمَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى هَذَا وَقَالُوا: لَا بَأْسَ بِأَنْ يُصَلِّيَ الرَّجُلُ بَعْدَ الْعَصْرِ رَكْعَتَيْنِ وَهُمَا مِنَ السُّنَّةِ عِنْدَهُمْ. وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. فَخَالَفَهُمْ أَكْثَرُ الْعُلَمَاءِ فِي ذَلِكَ وَكَرِهُوهُمَا. وَاحْتَجُّوا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৮০৩ | মুসলিম বাংলা