শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৮৬
ফজরের দু’রাক’আত সুন্নতের কিরা’আত
১৭৮৬। ইব্ন আবী ইমরান (রাহঃ) .... হাসান ইব্ন যিয়াদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি (ইমাম) আবু হানীফা (রাহঃ)-কে বলতে শুনেছি ঃ আমি অনেক সময় ফজরের দু’রাক’আত (সুন্নতে) কুরআন শরীফের দু’পারা পাঠ করতাম।
উস্তুত এটি-ই আমরা গ্রহণ করছি। উক্ত দু’রাক’আতে কিরা’আত পাঠকে দীর্ঘায়িত করায় কোনরূপ অসুবিধা নেই। আর এটি আমাদের নিকট সংক্ষেপন অপেক্ষা উত্তম। যেহেতু এতে দীর্ঘক্ষণ কিয়াম করা হয় যাকে রাসূলুল্লাহ (ﷺ) অন্য নফল সালাতে উত্তম সাব্যস্ত করেছেন।
সংশ্লিষ্ট বিষয়ে ইবরাহীম (নাঈখ র) থেকেও রিওয়ায়াত করা হয়েছে ঃ
1786 - وَقَدْ حَدَّثَنِي ابْنُ أَبِي عِمْرَانَ قَالَ: حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ شُجَاعٍ , عَنِ الْحَسَنِ بْنِ زِيَادٍ , قَالَ: سَمِعْتُ أَبَا حَنِيفَةَ رَحِمَهُ اللهُ يَقُولُ: «رُبَّمَا قَرَأْتُ فِي رَكْعَتَيِ الْفَجْرِ جُزْءَيْنِ مِنَ الْقُرْآنِ فَبِهَذَا نَأْخُذُ لَا بَأْسَ أَنْ يُطَالَ فِيهِمَا الْقِرَاءَةُ؟ وَهِيَ عِنْدَنَا أَفْضَلُ مِنَ التَّقْصِيرِ لِأَنَّ ذَلِكَ مِنْ طُولِ الْقُنُوتِ الَّذِي فَضَّلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي التَّطَوُّعِ عَلَى غَيْرِهِ» وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ أَيْضًا , عَنْ إِبْرَاهِيمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৮৬ | মুসলিম বাংলা