শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৮৭
আন্তর্জাতিক নং: ১৭৮৮
ফজরের দু’রাক’আত সুন্নতের কিরা’আত
১৭৮৭-১৭৮৮। আবু বাকরা (রাহঃ) ও ইব্ন খুযায়মা (রাহঃ) ইবরাহীম (নাখঈ) (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ যখন ফজর শুরু হয় ,তখন ফজরের পূর্বে দু’রাক’আত (সুন্নত) ব্যতীত অন্য কোন সালাত নেই। হাম্মদ (রাহঃ) বলেন, আমি ইবরাহীম (রাহঃ) কে বললাম ঃ আমি কি উক্ত দু’রাক’আতে কিরা’আত পাঠ দীর্ঘ করতে পারব ? তিনি বললেন, হ্যাঁ, যদি ইচ্ছা পোষণ কর।
উক্ত দু’রাক’আতে কিরা’আত পাঠ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) পরবর্তী (সাহাবীগণ) থেকে অনেক হাদীস বর্ণিত আছে। এগুলো উল্লেখ করে আমি তাদের বিরুদ্ধে দলীল উপস্থাপন করতে চাচ্ছি যারা বলে, উক্ত দু’রাক’আতে কিরা’আত পাঠ নেই। সে সমস্ত হাদীস নিম্মরূপ
1787 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو عَامِرٍ ح

1788 - وَحَدَّثَنَا ابْنُ خُزَيْمَةَ , قَالَ: ثنا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ , قَالَ: ثنا حَمَّادٌ , عَنْ إِبْرَاهِيمَ , قَالَ: " إِذَا طَلَعَ الْفَجْرُ فَلَا صَلَاةَ إِلَّا الرَّكْعَتَيْنِ اللَّتَيْنِ قَبْلَ الْفَجْرِ , قُلْتُ لِإِبْرَاهِيمَ , أُطِيلُ فِيهِمَا الْقِرَاءَةَ؟ قَالَ: نَعَمْ إِنْ شِئْتَ " وَقَدْ رُوِيَتْ آثَارٌ عَمَّنْ بَعْدَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْقِرَاءَةِ فِيهِمَا أَرَدْتُ بِذِكْرِهَا الْحُجَّةَ عَلَى مَنْ قَالَ: لَا قِرَاءَةَ فِيهِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৮৭ | মুসলিম বাংলা