শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৫৬
বিতর প্রসঙ্গ
১৭৫৬। ফাহাদ (রাহঃ) ......... আবু উবাইদুল্লাহ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আবুদ্দারদা (রাযিঃ), ফুযালা ইব্ন উবায়দা (রাযিঃ) ও মু’আয (রাযিঃ)-কে মসজিদে প্রবেশ করতে দেখেছি, তখন লোকেরা ফজরের সালাত আদায় করছে। তাঁরা সকলেই মসজিদের কতেক খুঁটির সামনে গিয়ে এক রাক’আত করে বিতর আদায় করতেন। তারপর তাঁরা লোকদের সাথে ফজরের সালাতে শামিল হতেন।
এক উত্তরে তাকে বলা হবে. সম্ভবত তাঁরা সকলেই নিজ নিজ গৃহে অনেক জোড় রাক’আত সম্বলিত সালাত আদায় করার পর এরূপ করতেন।তাঁরা গৃহে যে সালাত আদায় করতেন তা হতো (দু’রাক’আত) আর মসজিদে যা আদায় করতেন তা হতো বিতর। বস্তুত এটিও এ কথার প্রমাণ বহন করছে যে, বিতর তিন রাক’আত।
1756 - بِمَا حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ يَزِيدَ بْنِ أَبِي مَرْيَمَ , عَنْ أَبِي عُبَيْدِ اللهِ , قَالَ: «رَأَيْتُ أَبَا الدَّرْدَاءِ وَفَضَالَةَ بْنَ عُبَيْدٍ وَمُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُمْ يَدْخُلُونَ الْمَسْجِدَ وَالنَّاسُ فِي صَلَاةِ الْغَدَاةِ فَيَتَنَحَّوْنَ إِلَى بَعْضِ السَّوَارِي فَيُوتِرُ كُلُّ وَاحِدٍ مِنْهُمْ بِرَكْعَةٍ ثُمَّ يَدْخُلُونَ مَعَ النَّاسِ فِي الصَّلَاةِ» قِيلَ لَهُ: قَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَلِكَ كَانَ مِنْهُمْ بَعْدَمَا كَانُوا صَلَّوْا فِي بُيُوتِهِمْ أَشْفَاعًا كَثِيرَةً؟ فَكَانَ ذَلِكَ الَّذِي صَلَّوْا فِي بُيُوتِهِمْ هُوَ الشَّفْعَ وَمَا صَلَّوْا فِي الْمَسْجِدِ هُوَ الْوِتْرَ فَيَعُودُ ذَلِكَ أَيْضًا إِلَى الْوِتْرِ ثَلَاثٌ

হাদীসের ব্যাখ্যা:

প্রাগুক্ত
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৫৬ | মুসলিম বাংলা