শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৫৪
বিতর প্রসঙ্গ
১৭৫৪। আবু উমাইয়া (রাহঃ) ..... আমির (রাহঃ) থেকে বর্ণরা করেন যে, তিনি বলেছেনঃ সা’দ (রাযিঃ) ও আব্দুল্লাহ ইব্ন উমর (রাযিঃ) এর খান্দান বিতরের দু’রাক’আতে সালাম ফিরাতেন এবং তাঁরা এক রাক’আতে বিতর করতেন।
অবশ্যই এ হাদীসে শা’বী (রাহঃ) বিতর সম্পর্কে সা’দ (রাযিঃ) এর খান্দানের মায্হাব বর্ণনা করেছেন। আর তাঁরা সা’দ (রাযিঃ) এবং তাঁর কার্যাদির অনুসরণকারী ছিলেন। তাদের এক রাক’আত করে যে বিতর ছিলো তা হচ্ছে ,সালাত পরবর্তী বিতর। যা তাঁরা বিতর এবং বিতরের পূর্ববর্তী দু’রাক’আতের মাঝখানে সালাম দ্বারা পৃথক করতেন।
বস্তুত এটি তাঁদের উক্তির স্বপক্ষে-ই যাচ্ছে,যারা তিন রাক’আতে বিতর আদায় করার মত ব্যক্ত করেছেন।
1754 - وَقَدْ حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ , قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ قَالَ: ثنا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ عَامِرٍ , قَالَ: «كَانَ آلُ سَعْدٍ وَآلُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ يُسَلِّمُونَ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الْوِتْرِ ويُوتِرُونَ بِرَكْعَةٍ رَكْعَةٍ» فَقَدْ بَيَّنَ الشَّعْبِيُّ فِي هَذَا الْحَدِيثِ مَذْهَبَ آلِ سَعْدٍ فِي الْوِتْرِ , وَهُمُ الْمُقْتَدُونَ بِسَعْدٍ , الْمُتَّبِعُونَ لِفِعْلِهِ , وَإِنَّ وِتْرَهُمُ الَّذِي كَانَ رَكْعَةً رَكْعَةً إِنَّمَا هُوَ وِتْرٌ بَعْدَ صَلَاةٍ , قَدْ فَصَلُوا بَيْنَهُ وَبَيْنَهَا بِتَسْلِيمٍ. فَقَدْ عَادَ ذَلِكَ إِلَى قَوْلِ الَّذِينَ ذَهَبُوا إِلَى أَنَّ الْوِتْرَ ثَلَاثٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৫৪ | মুসলিম বাংলা