শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭৪৮
বিতর প্রসঙ্গ
১৭৪৮। আবু উমাইয়া (রাহঃ) .... নাফি‘ (রাহঃ) ও আল-মাক্বুরী (রাহঃ) উভয়ে মু’আয ইবনুল হারিস আল-কারী (রাযিঃ)-কে বিতরের দু’রাক’আতে সালাম ফিরাতে শুনেছেন।
1748 - حَدَّثَنَا أَبُو أُمَيَّةَ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، وَالْمَقْبُرِيِّ، سَمِعَا مُعَاذًا الْقَارِئَ، «يُسَلِّمُ فِي الرَّكْعَتَيْنِ مِنَ الْوِتْرِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৭৪৮ | মুসলিম বাংলা