শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭৪৭
বিতর প্রসঙ্গ
১৭৪৭। ইব্ন মারযূক (রাহঃ) ..... সাবিত (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাকে নিয়ে আনাস (রাযিঃ) বিতর এর সালাত তিন রাক’আত আদায় করেছেন। আমি ছিলাম তার ডান পার্শে¦ আর তার উম্মে ওয়ালাদ ছিলো আমাদের পিছনে। তিনি একমাত্র শেষ রাক’আতে সালাম ফিরিয়েছেন। আমার ধারণা তিনি আমাকে শিখানোর ইচ্ছা পোষণ করেছিলেন।
1747 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَفَّانُ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، قَالَ: ثنا ثَابِتٌ، قَالَ: «صَلَّى بِي أَنَسٌ رَضِيَ اللهُ عَنْهُ الْوِتْرَ أَنَا عَنْ يَمِينِهِ وَأُمُّ وَلَدِهِ خَلْفَنَا , ثَلَاثَ رَكَعَاتٍ , لَمْ يُسَلِّمْ إِلَّا فِي آخِرِهِنَّ , ظَنَنْتُ أَنَّهُ يُرِيدُ أَنْ يُعَلِّمَنِي»
