শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭২৯
বিতর প্রসঙ্গ
১৭২৯। মুহাম্মাদ ইব্ন খুযায়মা (রাহঃ) ......... উম্মুদ্ দারদা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তের রাক’আত দ্বারা বিতর করতেন। আবু উমামা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের অনূরূপ বক্তব্য এখানেও প্রযোজ্য।
যদি প্রশ্ন করা হয় যে, এ বিষয়ে উম্মে সালামা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে (ভিন্ন মর্মের) নিম্মোক্ত হাদীস বর্ণিত আছে ঃ
1729 - مَا قَدْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ قَالَ: ثنا نُعَيْمُ بْنُ حَمَّادٍ قَالَ: ثنا أَبُو مُعَاوِيَةَ عَنِ الْأَعْمَشِ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ عَنْ أُمِّ الدَّرْدَاءِ قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً , فَلَمَّا كَبِرَ وَضَعُفَ أَوْتَرَ بِسَبْعٍ» فَالْكَلَامُ فِي هَذَا مِثْلُ الْكَلَامِ فِي حَدِيثِ أَبِي أُمَامَةَ أَيْضًا. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ عَنْ أُمِّ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান