শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭২৮
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৭২৮। ইবনে মারযূক (রাহঃ)..... আবু গালিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে ,আবু উমামা (রাহঃ) তিন রাক’আত বিশিষ্ট বিতর আদায় করতেন।
এতে প্রমাণিত হলো যে,আবু উমামা (রাযিঃ)-এর বিতর তা-ই ছিলো যা আমরা উল্লেখ করেছি। আর এটি অসম্ভব ব্যাপার যে,তিনি এরূপ (তিন রাক’আত) আদায় করতেন যদি তাঁর জানা থাকত যে রাসূলুল্লাহ (ﷺ) -এর পরিপন্থি আমল করেছেন। বস্তুত তিনি রাসূলুল্লাহ (ﷺ) - এর আমলকে সেভাবেই জানতেন যেভাবে আমরা ব্যাখ্যা করেছি।আল্লাহই সর্বজ্ঞ।
এ বিষয়ে উম্মুদ্ দারদা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে নিম্মোক্ত হাদীস বর্ণিত আছেঃ
كتاب الصلاة
1728 - حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا سُلَيْمَانُ بْنُ حَيَّانٍ، عَنْ أَبِي غَالِبٍ،: أَنَّ أَبَا أُمَامَةَ، كَانَ يُوتِرُ بِثَلَاثٍ " فَثَبَتَ بِذَلِكَ أَنَّ الْوِتْرَ عِنْدَ أَبِي أُمَامَةَ هُوَ مَا ذَكَرْنَا , وَمُحَالٌ أَنْ يَكُونَ ذَلِكَ عِنْدَهُ كَذَلِكَ , وَقَدْ عَلِمَ مِنْ فِعْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خِلَافَهُ , وَلَكِنْ مَا عَلِمَهُ مِنْ فِعْلِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعْنَاهُ مَا صَرَفَنَا إِلَيْهِ وَاللهُ أَعْلَمُ. وَقَدْ رُوِيَ فِي ذَلِكَ عَنْ أُمِّ الدَّرْدَاءِ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান