১৭২৮। ইবনে মারযূক (রাহঃ)..... আবু গালিব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে ,আবু উমামা (রাহঃ) তিন রাক’আত বিশিষ্ট বিতর আদায় করতেন। এতে প্রমাণিত হলো যে,আবু উমামা (রাযিঃ)-এর বিতর তা-ই ছিলো যা আমরা উল্লেখ করেছি। আর এটি অসম্ভব ব্যাপার যে,তিনি এরূপ (তিন রাক’আত) আদায় করতেন যদি তাঁর জানা থাকত যে রাসূলুল্লাহ (ﷺ) -এর পরিপন্থি আমল করেছেন। বস্তুত তিনি রাসূলুল্লাহ (ﷺ) - এর আমলকে সেভাবেই জানতেন যেভাবে আমরা ব্যাখ্যা করেছি।আল্লাহই সর্বজ্ঞ। এ বিষয়ে উম্মুদ্ দারদা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে নিম্মোক্ত হাদীস বর্ণিত আছেঃ