শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭২৭
বিতর প্রসঙ্গ
১৭২৭। সুলায়মান ইব্ন শু’আয়ব (রাযিঃ) ..... আবু উমামা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (ﷺ) নয় রাক’আত বিশিষ্ট বিতর আদায় করতেন। যখন তাঁর শরীর ভারী হয়ে যায় তখন তিনি সাত রাক’আত আদায় করতেন। এবং পরে বসে দু’রাক’আত আদায় করতেন,যাতে সূরা (যিলযাল ৯৯) এবং (কাফিরূন ১০৯) পাঠ করতেন।
বস্তুত এখানে রাসূলুল্লাহ (ﷺ) -এর নফল এবং বিতর সবগুলোকে বিতর আখ্যায়িত করা হয়েছে। যেমন আমরা পূর্বে অনুরূপ কিছু আলোচনা করে এসেছি। আর আমরা আবু উমামা (রাযিঃ) থেকে রাসূলুল্লাহ (ﷺ) -এর এরূপ আমল বর্ণনা করে এসেছি,যা এর প্রমাণ বহন করে।
1727 - مَا حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا الْخَصِيبُ بْنُ نَاصِحٍ قَالَ: ثنا عُمَارَةُ بْنُ زَاذَانَ , عَنْ أَبِي غَالِبٍ , عَنْ أَبِي أُمَامَةَ «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِتِسْعٍ , فَلَمَّا بَدَّنَ وَكَثُرَ لَحْمُهُ أَوْتَرَ بِسَبْعٍ وَصَلَّى رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ يَقْرَأُ فِيهِمَا إِذَا زُلْزِلَتْ وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ» فَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ ذَكَرَ شَفْعَهُ وَهُوَ التَّطَوُّعُ وَوِتْرَهُ، فَجَعَلَ ذَلِكَ كُلَّهُ وِتْرًا كَمَا قَدْ ذَكَرْنَا فِي بَعْضِ مَا تَقَدَّمَ ذِكْرُنَا لَهُ. وَقَدْ رَوَيْنَا عَنْ أَبِي أُمَامَةَ مِنْ فِعْلِهِ مَا يَدُلُّ عَلَى هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান