শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭২৬
বিতর প্রসঙ্গ
১৭২৬। ইউনুস (রাহঃ)...যায়দ ইব্ন খালিদ আ-জুহানী (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে,তিনি বলেছেনঃ আমি রাসূলুল্লাহ (ﷺ) এর সালাতকে সংরক্ষণ করার উদ্দেশ্যে তারঁ চৌকাঠে অথবা তাঁবুতে হেলান দিয়ে বসি। ( আমি লক্ষ করলাম ) রাসূলুল্লাহ (ﷺ) সংক্ষিপ্ত দু’রাক’আত সালাত আদায় করেন। তারপর দীর্ঘ-দীর্ঘ-দীর্ঘ দু’ দু’রাক’আত আদায় করেন। দীর্ঘ শব্দটি তিনবার বলা হয়েছে।তারপর দু’রাক’আত আদায় করেন,যা পূর্বের দু’রাক’আত অপেক্ষা কম দীর্ঘ ছিলো।তারপর দু’রাক’আত আদায় করেন,যা পূর্বের দু’রাক’আত অপেক্ষা কম দীর্ঘ ছিলো। তারপর তিনি বিতর আদায় করেন। এ হলো (মোট) তের রাক’আত । এ বিষয়ে বক্তব্য হচ্ছে পূর্বের বক্তব্যের অনুরূপ।
এ বিষয়ে আবু উমামা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে নিম্মোক্ত হাদীস বর্ণিত আছেঃ
1726 - مَا حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا ابْنُ وَهْبٍ أَنَّ مَالِكًا حَدَّثَهُ عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ , عَنْ أَبِيهِ أَنَّ عَبْدَ اللهِ بْنَ قَيْسِ بْنِ مَخْرَمَةَ أَخْبَرَهُ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّهُ قَالَ: لَأَرْمُقَنَّ صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فَتَوَسَّدْتُ عَتَبَتَهُ أَوْ فُسْطَاطَهُ فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ طَوِيلَتَيْنِ ثَلَاثَ مِرَارٍ ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ , وَهُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا , ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ , هُمَا دُونَ اللَّتَيْنِ قَبْلَهُمَا , ثُمَّ أَوْتَرَ " , فَذَلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً فَالْكَلَامُ فِي هَذَا مِثْلُ الْكَلَامِ فِيمَا تَقَدَّمَهُ. وَقَدْ رُوِيَ عَنْ أَبِي أُمَامَةَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)