শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭২৫
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৭২৫। ফাহাদ (রাহঃ) ..... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বিতর-এর প্রথম রাক'আতে (আল-আ'লা), দ্বিতীয় রাক'আতে (কাফিরূন ১০৯), এবং তৃতীয় রাক'আতে (ইখলাস ১১২) পাঠ করতেন।
যায়দ ইব্‌ন খালিদ আল-জুহানী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে এ বিষয়ে নিমোক্ত হাদীস বর্ণিত আছেঃ
كتاب الصلاة
1725 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ , عَنِ الْحَجَّاجِ , عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْوِتْرِ فِي الرَّكْعَةِ الْأُولَى بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَفِي الثَّانِيَةِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَفِي الثَّالِثَةِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ» وَرُوِيَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান