শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭২৫
বিতর প্রসঙ্গ
১৭২৫। ফাহাদ (রাহঃ) ..... ইমরান ইবন হুসায়ন (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বিতর-এর প্রথম রাক'আতে (আল-আ'লা), দ্বিতীয় রাক'আতে (কাফিরূন ১০৯), এবং তৃতীয় রাক'আতে (ইখলাস ১১২) পাঠ করতেন।
যায়দ ইব্ন খালিদ আল-জুহানী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এ বিষয়ে নিমোক্ত হাদীস বর্ণিত আছেঃ
যায়দ ইব্ন খালিদ আল-জুহানী (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এ বিষয়ে নিমোক্ত হাদীস বর্ণিত আছেঃ
1725 - حَدَّثَنَا فَهْدٌ قَالَ: ثنا الْحِمَّانِيُّ , قَالَ: ثنا عَبَّادُ بْنُ الْعَوَّامِ , عَنِ الْحَجَّاجِ , عَنْ قَتَادَةَ عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقْرَأُ فِي الْوِتْرِ فِي الرَّكْعَةِ الْأُولَى بِ سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى وَفِي الثَّانِيَةِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَفِي الثَّالِثَةِ قُلْ هُوَ اللهُ أَحَدٌ» وَرُوِيَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ذَلِكَ
