শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭১৮
বিতর প্রসঙ্গ
১৭১৮। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ্‌ ইবন মায়মূন আল-বাগদাদী (রাহঃ) ..... আতা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, জনৈক ব্যক্তি ইব্‌ন আব্বাস (রাযিঃ)-কে প্রশ্ন করল, মুআবিয়া (রাযিঃ)-এর ব্যাপারে আপনি কিরূপ ধারণা পোষণ করেন ? তিনি তো বিতর এক রাক'আত আদায় করেন। উক্ত ব্যক্তি মুআ'বিয়া (রাযিঃ)-এর দোষচর্চা করছিলো। ইবন আব্বাস (রাযিঃ) বললেন, মুআ'বিয়া সঠিক করেছে।
এর উত্তরে বলা হবে যে, ইবন আব্বাস (রাযিঃ) থেকে এরূপ হাদীস বর্ণিত আছে, যা থেকে বুঝা যাচ্ছে, তিনি মুআ'বিয়া (রাযিঃ)-এর এ কাজকে অস্বীকার এবং প্রত্যাখ্যান করেছেন । আর সে-টি হচ্ছেঃ
1718 - فَذَكَرَ مَا حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ الْبَغْدَادِيُّ قَالَ: ثنا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ , عَنِ الْأَوْزَاعِيِّ , عَنْ عَطَاءٍ قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: هَلْ لَكَ فِي مُعَاوِيَةَ أَوْتَرَ بِوَاحِدَةٍ , وَهُوَ يُرِيدُ أَنْ يَعِيبَ مُعَاوِيَةَ , فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «أَصَابَ مُعَاوِيَةُ» قِيلَ لَهُ: قَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي فِعْلِ مُعَاوِيَةَ هَذَا مَا يَدُلُّ عَلَى إِنْكَارِهِ إِيَّاهُ عَلَيْهِ. وَذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান