শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭১৯
আন্তর্জাতিক নং: ১৭২০
বিতর প্রসঙ্গ
১৭১৯-১৭২০। আবু গাস্সান মালিক ইবন ইয়াহইয়া আল-হামদানী (রাহঃ) ..... ইকরামা (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইবন আব্বাস (রাযিঃ)-এর সাথে মুআ'বিয়া (রাযিঃ)-এর নিকট ছিলাম এবং আমরা আলোচনা করছিলাম যাতে রাতের কিছু অংশ অতিবাহিত হয়ে গেল। তারপর মুআ'বিয়া (রাযিঃ) উঠে একরাক'আত (বিতর) আদায় করে নিলেন। এতে ইব্ন আব্বাস রো) বললেন, দেখ তো এ গাধা, এটি কোথেকে গ্রহণ করেছে?


আবু বাকরা (রাহঃ) ..... ইমরান (রাহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। কিন্তু তিনি 'গাধা' (শব্দটি)
বলেননি।
আর ইব্ন আব্বাস (রাযিঃ)-এর উক্তি “মুআ'বিয়া (রাযিঃ) সঠিক করেছে” ছিল আত্মরক্ষামূলক। অর্থাৎ তিনি অপরাপর বিষয়ে সঠিক কাজ করে থাকেন। যেহেতু তিনি তাঁর শাসনকালে বাস করছিলেন এবং তাঁর জন্য আমাদের মতানুসারে রাসূলুল্লাহ্‌ (ﷺ) যা করতেন বলে তিনি জানতেন তাঁর বিরোধিতা করাকে সঠিক বলা জায়িজ হতে পারে না।

ইবন আব্বাস (রাযিঃ) থেকে বিতর সম্পর্কে বর্ণিত আছে যে, তাহলো তিন রাক'আতঃ
1719 - أَنَّ أَبَا غَسَّانَ مَالِكَ بْنَ يَحْيَى الْهَمْدَانِيَّ حَدَّثَنَا قَالَ: ثنا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَطَاءٍ , قَالَ: أنا عِمْرَانُ بْنُ حُدَيْرٍ , عَنْ عِكْرِمَةَ أَنَّهُ قَالَ: كُنْتُ مَعَ ابْنِ عَبَّاسٍ عِنْدَ مُعَاوِيَةَ نَتَحَدَّثُ حَتَّى ذَهَبَ هَزِيعٌ مِنَ اللَّيْلِ , فَقَامَ مُعَاوِيَةُ , فَرَكَعَ رَكْعَةً وَاحِدَةً , فَقَالَ ابْنُ عَبَّاسٍ: «مِنْ أَيْنَ تُرَى أَخَذَهَا الْحِمَارُ»

1720 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: ثنا عِمْرَانُ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ إِلَّا أَنَّهُ لَمْ يَقُلِ الْحِمَارُ وَقَدْ يَجُوزُ أَنْ يَكُونَ قَوْلُ ابْنِ عَبَّاسٍ «أَصَابَ مُعَاوِيَةُ» عَلَى التَّقِيَّةِ لَهُ , أَيْ أَصَابَ فِي شَيْءٍ آخَرَ لِأَنَّهُ كَانَ فِي زَمَنِهِ , وَلَا يَجُوزُ عَلَيْهِ عِنْدَنَا أَنْ يَكُونَ مَا خَالَفَ فِعْلَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي قَدْ عَلِمَهُ عَنْهُ صَوَابًا. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ فِي الْوِتْرِ أَنَّهُ ثَلَاثٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান