শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭১৪
বিতর প্রসঙ্গ
১৭১৪। ইউনুস (রাহঃ) ..... কুরায়ব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) তার কাছে বর্ণনা করেছেন যে, একদা তিনি তাঁর খালা মায়মুনা (রাযিঃ)-এর নিকট রাত অতিবাহিত করেছেন। (তিনি দেখেছেন) রাসূলুল্লাহ্ (ﷺ) দু'রাক'আত সালাত আদায় করেছেন। তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর বিতর আদায় করেছেন। তারপর ঘুমিয়ে পড়েছেন। তারপর তাঁর কাছে মুয়াযযিন এসেছেন, তিনি (আযানের পর) উঠে (ফজরের) সংক্ষিপ্ত দু'রাক'আত (সুন্নত) আদায় করে বের হয়ে গেলেন এবং ফজরের সালাত আদায় করেন।
এ হাদীসে তিনি দু'রাক'আত অতিরিক্ত বর্ণনা করেছেন, বিতর এর ব্যাপারে ভিন্নতা করেননি। অতএব ইবন আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত রিওয়ায়াতের বিষয়বস্তু থেকে বুঝা যাচ্ছে, রাসূলুল্লাহ্ (ﷺ) তিন রাক'আত বিতর আদায় করতেন।
ইব্ন আব্বাস (রাযিঃ)-এর অভিমত
ইবন আব্বাস (রাযিঃ) থেকে এ বিষয়ে তাঁর কিছু উক্তি বর্ণিত আছেঃ
এ হাদীসে তিনি দু'রাক'আত অতিরিক্ত বর্ণনা করেছেন, বিতর এর ব্যাপারে ভিন্নতা করেননি। অতএব ইবন আব্বাস (রাযিঃ) কর্তৃক বর্ণিত রিওয়ায়াতের বিষয়বস্তু থেকে বুঝা যাচ্ছে, রাসূলুল্লাহ্ (ﷺ) তিন রাক'আত বিতর আদায় করতেন।
ইব্ন আব্বাস (রাযিঃ)-এর অভিমত
ইবন আব্বাস (রাযিঃ) থেকে এ বিষয়ে তাঁর কিছু উক্তি বর্ণিত আছেঃ
1714 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: ثنا ابْنُ وَهْبٍ، أَنَّ مَالِكًا، حَدَّثَهُ عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا حَدَّثَهُ «أَنَّهُ بَاتَ لَيْلَةً عِنْدَ مَيْمُونَةَ وَهِيَ خَالَتُهُ فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ , ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ رَكْعَتَيْنِ ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ أَوْتَرَ , ثُمَّ اضْطَجَعَ , ثُمَّ جَاءَهُ الْمُؤَذِّنُ , فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ , ثُمَّ خَرَجَ فَصَلَّى الصُّبْحَ» فَقَدْ زَادَ فِي هَذَا الْحَدِيثِ رَكْعَتَيْنِ وَلَمْ يُخَالِفْهُ فِي الْوِتْرِ فَكَانَ مَا رَوَيْنَا عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا لَمَّا جُمِعَتْ مَعَانِيهِ يَدُلُّ عَلَى أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثٍ. وَقَدْ رُوِيَ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا مِنْ قَوْلِهِ فِي ذَلِكَ شَيْءٌ
