শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭১৩
বিতর প্রসঙ্গ
১৭১৩। ইবরাহীম ইব্ন মুন্কিয আল-আসফারী (রাহঃ) ..... ইবন আববাস (রাযিঃ)-এর আযাদকৃত গোলাম কুরায়ব (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, আব্দুল্লাহ্ ইব্ন আববাস (রাযিঃ) তাঁর কাছে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্ (ﷺ) ইশার পরে দু'রাক'আত আদায় সালাত করেছেন। তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর দু'রাক'আত, তারপর তিন রাক'আতের বিতর আদায় করেছেন।
অতএব এ হাদীস আর ইব্ন আবী দাউদ বর্ণিত হাদীস অভিন্ন হয়ে গেল। রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বমোট এগার রাক'আত আদায় করেছেন। এবং এ হাদীসটি স্পষ্টরূপে বর্ণনা করছে যে, এতে তিন রাক'আত ছিল বিতর। এতে প্রমাণিত হলো যে, ইবন আবী দাউদ বর্ণিত হাদীসের অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ্ (ﷺ) পূর্বের দু'রাক'আতের সাথে এক রাক'আত মিলিয়ে বিতর পড়েছেন।
অতএব এ হাদীস আর ইব্ন আবী দাউদ বর্ণিত হাদীস অভিন্ন হয়ে গেল। রাসূলুল্লাহ্ (ﷺ) সর্বমোট এগার রাক'আত আদায় করেছেন। এবং এ হাদীসটি স্পষ্টরূপে বর্ণনা করছে যে, এতে তিন রাক'আত ছিল বিতর। এতে প্রমাণিত হলো যে, ইবন আবী দাউদ বর্ণিত হাদীসের অর্থ হচ্ছে, রাসূলুল্লাহ্ (ﷺ) পূর্বের দু'রাক'আতের সাথে এক রাক'আত মিলিয়ে বিতর পড়েছেন।
1713 - فَإِذَا إِبْرَاهِيمُ بْنُ مُنْقِذٍ الْعُصْفُرِيُّ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا الْمُقْرِئُ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ , قَالَ: ثنا عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا حَدَّثَهُ قَالَ: «فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ , ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ رَكْعَتَيْنِ , ثُمَّ أَوْتَرَ بِثَلَاثٍ» فَاتَّفَقَ هَذَا الْحَدِيثُ وَحَدِيثُ ابْنِ أَبِي دَاوُدَ , عَلَى أَنَّ جَمِيعَ مَا صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً , وَبَيَّنَ هَذَا أَنَّ الْوِتْرَ فِيهَا ثَلَاثٌ فَثَبَتَ بِذَلِكَ أَنَّ مَعْنَى حَدِيثِ ابْنِ أَبِي دَاوُدَ , ثُمَّ أَوْتَرَ بِوَاحِدَةٍ , أَيْ مَعَ اثْنَتَيْنِ قَدْ تَقَدَّمَتَاهَا هُمَا مَعَهَا وِتْرٌ
