শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৭০৫
আন্তর্জাতিক নং: ১৭০৭
বিতর প্রসঙ্গ
১৭০৫-১৭০৭। আবু বাকরা (রাহঃ) এবং ইব্ন মারযূক (রাহঃ) ..... সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ) সূত্রে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি (একদা) আমার খালা মায়মুনা (রাযিঃ)-এর গৃহে রাত অতিবাহিত করেছি। দেখলাম রাসূলুল্লাহ্ (ﷺ) ইশা'র সালাত আদায় করেন। তারপর ইশার পরে চার রাক'আত আদায় করেছেন। তারপর (রাতে) উঠে পাঁচ রাক'আত-এর পর দু'রাক'আত আদায় করে ঘুমিয়ে পড়েছিলেন। যাতে আমি তাঁর নাক ডাকার আওয়ায শুনেছি। তারপর তিনি (ফজরের) সালাতের জন্য বের হয়ে গেছেন।
এ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এগার রাকআত সালাত আদায় করেছেন। এর মধ্যে দু'রাক'আত হচ্ছে বিতর এর পরে। (কিন্তু এ বর্ণনায় বিতর সংক্রান্ত কোন বিশ্লেষণ নেই) এ হাদীসে সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ) আলী ইব্ন আব্দুল্লাহ্ বর্ণিত নয় রাক'আতের ব্যাপারে অভিন্ন রিওয়ায়াত করেছেন, যার মধ্যে বিতর অন্তর্ভূক্ত ছিল এবং এর সাথে তিনি বিতর-এর পর দু'রাক'আতকে যোগ করেছেন।
সাঈদ ইবন জুবায়র (রাহঃ) এবং ইয়াহইয়া ইবন আল জাযযার (রাহঃ) সূত্রে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিতর এককভাবে বর্ণিত হয়েছে যাতে বুঝা যাচ্ছে, তা ছিল তিন রাক'আত।
এ হাদীসে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এগার রাকআত সালাত আদায় করেছেন। এর মধ্যে দু'রাক'আত হচ্ছে বিতর এর পরে। (কিন্তু এ বর্ণনায় বিতর সংক্রান্ত কোন বিশ্লেষণ নেই) এ হাদীসে সাঈদ ইব্ন জুবায়র (রাহঃ) আলী ইব্ন আব্দুল্লাহ্ বর্ণিত নয় রাক'আতের ব্যাপারে অভিন্ন রিওয়ায়াত করেছেন, যার মধ্যে বিতর অন্তর্ভূক্ত ছিল এবং এর সাথে তিনি বিতর-এর পর দু'রাক'আতকে যোগ করেছেন।
সাঈদ ইবন জুবায়র (রাহঃ) এবং ইয়াহইয়া ইবন আল জাযযার (রাহঃ) সূত্রে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর বিতর এককভাবে বর্ণিত হয়েছে যাতে বুঝা যাচ্ছে, তা ছিল তিন রাক'আত।
1705 - مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ قَالَ: ثنا شُعْبَةُ عَنِ الْحَكَمِ , قَالَ: سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ يَقُولُ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا ح
1706 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ ح
1707 - وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَا: ثنا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ , فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ , ثُمَّ جَاءَ فَصَلَّى أَرْبَعًا , ثُمَّ قَامَ فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ , ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ , ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً مِنْهَا رَكْعَتَانِ بَعْدَ الْوِتْرِ. فَقَدْ وَافَقَ عَلِيَّ بْنَ عَبْدِ اللهِ فِي التِّسْعِ الَّتِي مِنْهَا الْوِتْرُ وَزَادَ عَلَيْهِ رَكْعَتَيْنِ بَعْدَ الْوِتْرِ. وَقَدْ رُوِيَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَيَحْيَى بْنِ الْجَزَّارِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي وِتْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُفْرَدًا مَا يَدُلُّ عَلَى أَنَّهُ ثَلَاثٌ
1706 - وَحَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا أَبُو عَامِرٍ ح
1707 - وَحَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ قَالَا: ثنا شُعْبَةُ عَنِ الْحَكَمِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا قَالَ: «بِتُّ فِي بَيْتِ خَالَتِي مَيْمُونَةَ , فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ , ثُمَّ جَاءَ فَصَلَّى أَرْبَعًا , ثُمَّ قَامَ فَصَلَّى خَمْسَ رَكَعَاتٍ , ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ , ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ ثُمَّ خَرَجَ إِلَى الصَّلَاةِ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً مِنْهَا رَكْعَتَانِ بَعْدَ الْوِتْرِ. فَقَدْ وَافَقَ عَلِيَّ بْنَ عَبْدِ اللهِ فِي التِّسْعِ الَّتِي مِنْهَا الْوِتْرُ وَزَادَ عَلَيْهِ رَكْعَتَيْنِ بَعْدَ الْوِتْرِ. وَقَدْ رُوِيَ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ وَيَحْيَى بْنِ الْجَزَّارِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي وِتْرِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُفْرَدًا مَا يَدُلُّ عَلَى أَنَّهُ ثَلَاثٌ
