শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭০২
আন্তর্জাতিক নং: ১৭০৪
নামাযের অধ্যায়
বিতর প্রসঙ্গ
১৭০২-১৭০৪। আলী ইব্‌ন মা'বাদ (রাহঃ)...... আলী ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রাহঃ) বরাতে ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমাকে আব্বাস রো) রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর পরিবারের সাথে রাত অতিবাহিত করার নির্দেশ দিলেন। আর আমকে না ঘুমানোর জন্য বললেন, যতক্ষণ না রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সাথে ইশা'র সালাত আদায় করলাম। তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। এরপর উঠে পেশাব করে উযূ করলেন। তারপর এরূপ দু'রাক'আত সালাত আদায় করলেন যা দীর্ঘও ছিলো না এবং সংক্ষিপ্তও ছিলো না। তারপর তিনি তাঁর বিছানায় প্রত্যাবর্তন করে ঘুমিয়ে পড়লেন যাতে আমি তাঁর নাক ডাকার আওয়ায শুনেছি। তারপর তিনি সোজা হয়ে উঠেছেন এবং অনুরূপ করেছেন। এমন করে ছয় রাক'আত (সালাত) আদায় করেছেন এবং তিন রাক'আত বিশিষ্ট বিতর করেছেন।


আহমদ ইব্ন দাউদ (রাহঃ) ..... মুহাম্মাদ ইব্ন আলী ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমাকে আমার পিতা আলী ইবন আব্দুল্লাহ্‌ (রাহঃ) ইব্‌ন আব্বাস (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেছেন।


সালিহ ইব্ন আব্দুর রহমান (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ)-এর বরাতে রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি এতে বলেছেনঃ তারপর তিনি বিতর আদায় করেছেন। তবে তিন রাক'আত বিশিষ্ট কথাটি বলেন নি।
আলী ইব্‌ন আব্দুল্লাহ্‌ ইব্ন আব্বাস (রাহঃ) তাঁর পিতা আব্দুল্লাহ ইব্ন আববাস (রাযিঃ) থেকে রাসূলুল্লাহ (ﷺ)-এর সালাতে বিতর কিরূপ ছিল বর্ণনা করেছেন, আর তা তিন রাক'আত ছিল বলে উল্লেখ করেছেন। বস্তুত তিনি নফল এর সংখ্যার ব্যাপারে আবু হামযা (রাহঃ), ইকরামা ইব্‌ন খালিদ (রাহঃ) ও কুরায়ব (রাহঃ)-এর বিরোধিতা. করেছেন।
আর সাঈদ ইব্‌ন জুবায়র এ বিষয়ে ইবন আব্বাস (রাযিঃ) থেকে এ হাদীসটি রিওয়ায়াত করেছেনঃ
كتاب الصلاة
1702 - فَإِذَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ قَدْ حَدَّثَنَا قَالَ: ثنا شَبَابَةُ بْنُ سَوَّارٍ , قَالَ: ثنا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ , عَنِ الْمِنْهَالِ بْنِ عَمْرٍو , عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمْ , عَنْ أَبِيهِ قَالَ: " أَمَرَنِي الْعَبَّاسُ رَضِيَ اللهُ عَنْهُ أَنْ أَبِيتَ بِآلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَقَدَّمَ إِلَيَّ أَنْ لَا تَنَامَ حَتَّى تَحْفَظَ لِي صَلَاةَ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَصَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْعِشَاءَ , ثُمَّ نَامَ , ثُمَّ قَامَ , فَبَالَ , ثُمَّ تَوَضَّأَ , ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ , لَيْسَتَا بِطَوِيلَتَيْنِ وَلَا بِقَصِيرَتَيْنِ , ثُمَّ عَادَ إِلَى فِرَاشِهِ , ثُمَّ نَامَ حَتَّى سَمِعْتُ غَطِيطَهُ أَوْ خَطِيطَهُ ثُمَّ اسْتَوَى وَفَعَلَ مِثْلَ ذَلِكَ حَتَّى صَلَّى سِتَّ رَكَعَاتٍ وَأَوْتَرَ بِثَلَاثٍ»

1703 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا أَبُو الْوَلِيدِ، قَالَ: ثنا أَبُو عَوَانَةَ، عَنْ حُصَيْنٍ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُ مِثْلَهُ

1704 - حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، قَالَ: أنا حُصَيْنٌ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , غَيْرَ أَنَّهُ قَالَ: ثُمَّ أَوْتَرَ وَلَمْ يَقُلْ بِثَلَاثٍ فَأَخْبَرَ عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ عَنْ أَبِيهِ , عَنْ وِتْرِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ كَانَ فِي صَلَاتِهِ تِلْكَ وَأَنَّهُ ثَلَاثٌ وَخَالَفَ أَبَا جَمْرَةَ وَعِكْرِمَةَ بْنَ خَالِدٍ وَكُرَيْبًا فِي عَدَدِ التَّطَوُّعِ. وَأَمَّا سَعِيدُ بْنُ جُبَيْرٍ فَرَوَى عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান