শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৭০৮
আন্তর্জাতিক নং: ১৭০৯
বিতর প্রসঙ্গ
১৭০৮-১৭০৯। তা থেকে উল্লেখ্যঃ
আবু বাকরা (রাযিঃ) ..... ইয়াহইয়া ইব্‌ন আল-জায্যার সূত্রে ইবৃন আববাস (রাযিঃ) থেকে বর্ণনা
করেন যে, রাসূলুল্লাহ্‌ (ﷺ) তিন রাক'আত বিতর আদায় করতেন।


রাওহ ইব্নুল ফারাজ (রাহঃ) .... সাঈদ ইব্‌ন জুবায়র (রাহঃ) সূত্রে ইব্ন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি রাসূলুল্লাহ্‌ (ﷺ) থেকে অনুরূপ রিওয়ায়াত করেছেন।
1708 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا أَبُو بَكْرَةَ , قَالَ: ثنا أَبُو دَاوُدَ , قَالَ: ثنا أَبُو بَكْرٍ النَّهْشَلِيُّ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ , عَنْ يَحْيَى بْنِ الْجَزَّارِ عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُوتِرُ بِثَلَاثِ رَكَعَاتٍ»

1709 - حَدَّثَنَا رَوْحُ بْنُ الْفَرَجِ، قَالَ: ثنا لُوَيْنٌ، قَالَ: ثنا شَرِيكٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান