শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৭৭
বিতর প্রসঙ্গ
১৬৭৭। ইবরাহীম ইব্ন মারযূক রে) ..... আবু সালমা রে) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আয়েশা (রাযিঃ)-কে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেনঃ তিনি (ﷺ) তের রাক'আত পড়তেন। প্রথমে আট রাক'আত তারপর বসে দু'রাক'আত পড়তেন। আর যখন রুকৃ্ করার ইচ্ছা করতেন তখন উঠতেন এবং দাঁড়িয়ে রুকু করতেন। তারপর সিজ্দা করতেন। আর তিনি ফজরের সালাতের আযান এবং ইকামাতের মধ্যখানে দু'রাক'আত (সুন্নত) আদায় করতেন।
বস্তুত এ হাদীস এবং সাহল (রাহঃ) সূত্রে বর্ণিত আহমদ ইব্ন দাউদ (রাহঃ)-এর হাদীসের বিষয়বস্তু অভিন্ন; কিন্তু তিনি বিতর-এর উল্লেখ করে নি।
বস্তুত এ হাদীস এবং সাহল (রাহঃ) সূত্রে বর্ণিত আহমদ ইব্ন দাউদ (রাহঃ)-এর হাদীসের বিষয়বস্তু অভিন্ন; কিন্তু তিনি বিতর-এর উল্লেখ করে নি।
1677 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا هَارُونُ بْنُ إِسْمَاعِيلَ الْخَزَّازُ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ الْمُبَارَكِ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ فَقَالَتْ: «كَانَ يُصَلِّي ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً , يُصَلِّي ثَمَانِ رَكَعَاتٍ ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ , فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ قَامَ فَرَكَعَ قَائِمًا ثُمَّ يَسْجُدَ وَكَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ مِنْ صَلَاةِ الصُّبْحِ» فَهَذَا الْحَدِيثُ مَعْنَاهُ مَعْنَى حَدِيثِ أَحْمَدَ بْنِ دَاوُدَ , عَنْ سَهْلٍ , غَيْرَ أَنَّهُ تَرَكَ ذِكْرَ الْوِتْرِ
