শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৭৮
বিতর প্রসঙ্গ
১৬৭৮। ফাহাদ (রাহঃ) ..... আবু সালমা (রাহঃ) সূত্রে আয়েশা (রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (ﷺ) রাতে এগার রাক'আত সালাত আদায় করতেন। আর এগুলো থেকে দু'রাক'আত বসে পড়তেন, এবং দু'রাক'আত (ফজরের সালাতের পূর্বে সুন্নত) আদায় করতেন। মোট হতো তের রাক'আত।
বস্তুত এ হাদীসও আহমদ ইব্ন দাউদ (রাহঃ)-এর হাদীসের সাথে মিলে যায়। আয়েশা (রাযিঃ)-এর উক্তি “তিনি ফজরের সালাতের পূর্বে দু'রাক'আত (সুন্নত) আদায় করতেন” অর্থাৎ ফজরের ফরয সালাতের পূর্বে। আর এ সেই দু রাক'আত যা আহমদ ইব্‌ন দাউদ (রাহঃ) তাঁর বর্ণিত হাদীসে উল্লেখ করেছেন যে, তিনি (ﷺ) এ দু রাক'আত আযান এবং ইকামাতের মধ্যখানে আদায় করতেন।
1678 - حَدَّثَنَا فَهْدٌ , قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبِي كَثِيرٍ , عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو , عَنْ أَبِي سَلَمَةَ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِاللَّيْلِ إِحْدَى عَشْرَةَ رَكْعَةً , مِنْهَا رَكْعَتَانِ , وَهُوَ جَالِسٌ , وَيُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ , فَذَلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً» فَقَدْ وَافَقَ هَذَا الْحَدِيثُ أَيْضًا حَدِيثَ أَحْمَدَ بْنِ دَاوُدَ وَقَوْلُهَا يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الصُّبْحِ يَعْنِي قَبْلَ صَلَاةِ الصُّبْحِ وَهُمَا الرَّكْعَتَانِ اللَّتَانِ ذَكَرَهُمَا أَحْمَدُ بْنُ دَاوُدَ فِي حَدِيثِهِ أَنَّهُ كَانَ يُصَلِّيهِمَا بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৭৮ | মুসলিম বাংলা