শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৭৪
বিতর প্রসঙ্গ
১৬৭৪। বাককার রে) ..... সাদ ইবন হিশাম আল-আনসারী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি আয়েশা (রাযিঃ)-কে যখন রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করেছেন তিনি বলেছেনঃ তিনি ইশা'র সালাত আদায় করতেন, তারপর (ঘুমানোর পূর্বে) সংক্ষিপ্তভাবে দু'রাক'আত পড়তেন। এরপর তাঁর মিসওয়াক ও উযূর পানি প্রস্তুত থাকত। তারপর আল্লাহ্‌ তা'আলা যখন ইচ্ছা করতেন তখন তাঁকে (ঘুম থেকে) উঠাতেন।.(ঘুম থেকে উঠে) তিনি উযূ-মিসওয়াক করতেন এবং দু'রাক'আত সালাত আদায় করতেন। তারপর দাঁড়িয়ে সমান কিরাআত দ্বারা আট রাক'আত সালাত আদায় করতেন। তারপর এর সাথে নবম রাক*আত দ্বারা বিতর পড়তেন। যখন রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর বয়স বেড়ে গেল এবং শরীর ভারী হয়ে গেল তখন আট রাক'আতের স্থলে ছয় রাক'আত পড়তেন এবং এগুলোর সাথে সপ্তম রাক'আত মিলিয়ে বিতর পড়তেন। তারপর (শেষে) দু'রাক'আত বসে আদায় করতেন। আর এ দু'রাক'আতে قُلْ يَـٰٓأَيُّهَا ٱلْكَـٰفِرُونَ (১০৯) এবং إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ (৯৯) দুটি সূরা পড়তেন।
বস্তুত এ হাদীস দ্বারা বুঝা গেল যে, তিনি আট রাক'আতের পূর্বে (যার সাথে নবম রাক'আত মিলিয়ে বিতর পড়তেন) চার রাক'আত আদায় করতেন। তা মোট তের রাক'আত ছিলো, এগুলো থেকেই বিতর হতো, যা যূরারা (রাহঃ) সা'দ রে) সূত্রে আয়েশা (রাযিঃ) থেকে ব্যাখ্যা করেছেন। আর তা হচ্ছে, তিন রাক'আত যার শেষ রাক'আতের পূর্বে সালাম ফিরাতেন না। অতএব আয়েশা রো) থেকে সাদ (রাহঃ)-এর রিওয়ায়াত অবশ্যই সহীহ এবং প্রমাণিত, যা আমরা পূর্বে বর্ণনা করে এসেছি।
এ বিষয়ে আব্দুল্লাহ্‌ ইবন শাকীক (রাহঃ) আয়েশা রো) থেকে রিওয়ায়াত করেছেনঃ
1674 - حَدَّثَنَا بَكَّارٌ، قَالَ: ثنا أَبُو دَاوُدَ، قَالَ: ثنا أَبُو حُرَّةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ الْأَنْصَارِيِّ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ , فَقَالَتْ: «كَانَ يُصَلِّي الْعِشَاءَ ثُمَّ يَتَجَوَّزُ بِرَكْعَتَيْنِ , وَقَدْ أَعَدَّ سِوَاكَهُ وَطَهُورَهُ فَيَبْعَثُهُ اللهُ لِمَا شَاءَ أَنْ يَبْعَثَهُ , فَيَتَسَوَّكُ , وَيَتَوَضَّأُ , ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ , ثُمَّ يَقُومُ فَيُصَلِّي ثَمَانِ رَكَعَاتٍ يُسَوِّي بَيْنَهُنَّ فِي الْقِرَاءَةِ , ثُمَّ يُوتِرُ بِالتَّاسِعَةِ. فَلَمَّا أَسَنَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَخَذَهُ اللَّحْمُ , جَعَلَ تِلْكَ الثَّمَانِيَ سِتًّا , ثُمَّ يُوتِرُ بِالسَّابِعَةِ , ثُمَّ يُصَلِّي رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ يَقْرَأُ فِيهِمَا بِ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ وَإِذَا زُلْزِلَتِ الْأَرْضُ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ كَانَ يُصَلِّي قَبْلَ الثَّمَانِي الَّتِي يُوتِرُ بِتَاسِعَتِهِنَّ أَرْبَعًا فَجَمِيعُ ذَلِكَ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الْوِتْرُ الَّذِي فَسَّرَهُ زُرَارَةُ , عَنْ سَعْدٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا وَهُوَ ثَلَاثُ رَكَعَاتٍ لَا يُسَلِّمُ إِلَّا فِي آخِرِهِنَّ فَقَدْ صَحَّتْ رِوَايَةُ سَعْدٍ عَنْ عَائِشَةَ وَثَابِتٌ عَلَى مَا ذَكَرْنَا. وَقَدْ رَوَى عَبْدُ اللهِ بْنُ شَقِيقٍ عَنْ عَائِشَةَ فِي ذَلِكَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৭৪ | মুসলিম বাংলা