শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৭৩
বিতর প্রসঙ্গ
১৬৭৩। ইবরাহীম ইব্‌ন মারযূক (রাহঃ) এবং মুহাম্মাদ ইব্ন সুলায়মান আল-বাগিন্দী (রাহঃ) ..... হাসান আল বসরী (রাহঃ) সূত্রে সা'দ ইব্‌ন হিশাম (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ আমি আয়েশা (রাযিঃ)-এর নিকট গিয়ে বললাম, আমাকে রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর সালাত সম্পর্কে বর্ণনা করুন। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রাতে আট রাকআত সালাত পড়তেন এবং নবম রাকআত দ্বারা বিতর পড়তেন। যখন তাঁর শরীর ভারী হয়ে গেল তখন ছয় রাক'আত পড়েছেন এবং সপ্তম রাক'আত দ্বারা বিতর পড়েছেন। তারপর শেষে দু'রাক'আত বসে আদায় করতেন।
এ হাদীস দারা বুঝা গেল যে, তিনি নবম রাক'আত দ্বারা বিতর পড়তেন । এ হাদীসে সম্ভাবনা রয়েছে যে, তিনি পূর্ববর্তী আট রাক'আত থেকে দু'রাক'আতের সাথে নবম এক রাক'আত (অতিরিক্ত) মিলিয়ে বিতর আদায় করতেন, যাতে এ হাদীস এবং যুরারা (রাহঃ) বর্ণিত হাদীস সামঞ্জস্যপূর্ণ হয়ে যায় এবং উভয়ের মধ্যে কোন বৈপরিত্য থাকে না।
1673 - حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ , ثنا حُصَيْنُ بْنُ نَافِعٍ الْعَنْبَرِيُّ عَنِ الْحَسَنِ , عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ , قَالَ: دَخَلْتُ عَلَى عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فَقُلْتُ: حَدِّثِينِي عَنْ صَلَاةِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَتْ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِاللَّيْلِ ثَمَانِ رَكَعَاتٍ وَيُوتِرُ بِالتَّاسِعَةِ فَلَمَّا بَدَّنَ صَلَّى سِتَّ رَكَعَاتٍ وَأَوْتَرَ بِالسَّابِعَةِ وَصَلَّى رَكْعَتَيْنِ وَهُوَ جَالِسٌ» فَفِي هَذَا الْحَدِيثِ أَنَّهُ كَانَ يُوتِرُ بِالتَّاسِعَةِ , فَذَلِكَ مُحْتَمَلٌ أَنْ يَكُونَ يُوتِرُ بِالتَّاسِعَةِ مَعَ اثْنَتَيْنِ مِنَ الثَّمَانِ الَّتِي قَبْلَهَا , حَتَّى يَتَّفِقَ هَذَا الْحَدِيثُ وَحَدِيثُ زُرَارَةَ وَلَا يَتَضَادَّانِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৭৩ | মুসলিম বাংলা