শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৭২
বিতর প্রসঙ্গ
১৬৭২। সেগুলোর মধ্যে উল্লেখ্যঃ সালিহ ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) ..... সাদ ইব্‌ন হিশাম (রাহঃ) সূত্রে আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) যখন রাতে উঠতেন তখন তিনি সংক্ষিপ্ত দু'রাক'আত দ্বারা সালাত শুরু করতেন। তারপর আট রাক'আত পড়তেন। তারপর বিতর পড়তেন। আয়েশা (রাযিঃ) এখানে বর্ণনা করেছেন যে তিনি (ﷺ) দু'রাক'আত পড়তেন। তারপর আট রাক'আত। তারপর বিতর পড়তেন।
বস্তুত “তারপর বিতর পড়তেন”- এ উক্তির অর্থ এটিও হতে পারে যে, তারপর তিনি তিন রাকআত দ্বারা বিতর পড়তেন, আট রাক'আত থেকে দু'রাক'আত এবং এর পরে এক রাক'আত। অতএব তাঁর আদায়কৃত সালাত হবে মোট এগার রাক'আত। অথবা এ সন্তাবনাও আছে যে, তারপর তিনি ধারাবাহিকরূপে পরবর্তী তিন রাক'আত দ্বারা বিতর পড়তেন। অতএব তাঁর আদায়কৃত সমস্ত সালাত হবে মোট তের রাক'আত।
এরপর আমরা দৃষ্টি দিলাম যে, এরূপ কোন হাদীস আছে কি না যা উল্লিখিত হাদীসের সাথে হুবহু মিল রাখে। আমরা দেখিঃ
1672 - فَمِنْ ذَلِكَ مَا حَدَّثَنَا صَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ , قَالَ: ثنا هُشَيْمٌ , قَالَ: أنا أَبُو حُرَّةَ , قَالَ: ثنا الْحَسَنُ , عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: «كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ مِنَ اللَّيْلِ افْتَتَحَ صَلَاتَهُ بِرَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ ثُمَّ صَلَّى ثَمَانِ رَكَعَاتٍ ثُمَّ أَوْتَرَ» فَأَخْبَرْتُ هَاهُنَا أَنَّهُ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ ثُمَّ ثَمَانِيًا ثُمَّ يُوتِرُ. فَكَانَ مَعْنَى ثُمَّ يُوتِرُ يَحْتَمِلُ ثُمَّ يُوتِرُ بِثَلَاثٍ , مِنْهُنَّ رَكْعَتَانِ مِنَ الثَّمَانِ وَرَكْعَةٌ بَعْدَهَا، فَيَكُونُ جَمِيعُ مَا صَلَّى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً. وَيَحْتَمِلُ: ثُمَّ يُوتِرُ بِثَلَاثٍ مُتَتَابِعَاتٍ. فَيَكُونُ جَمِيعُ مَا صَلَّى ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً. فَنَظَرْنَا فِيمَا يُحْتَمَلُ مِنْ ذَلِكَ , هَلْ جَاءَ شَيْءٌ يَدُلُّ عَلَى شَيْءٍ مِنْهُ بِعَيْنِهِ
فَإِذَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ , وَمُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْبَاغَنْدِيُّ , قَدْ حَدَّثَانَا قَالَا:
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৭২ | মুসলিম বাংলা