শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৭০
আন্তর্জাতিক নং: ১৬৭১
বিতর প্রসঙ্গ
১৬৭০-১৬৭১। আবু বিশর আল-রুকী (রাহঃ) ..... সাদ ইব্‌ন হিশাম সূত্রে “আয়েশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ রাসূলুল্লাহ্‌ (ﷺ) বিতরে দু'রাক'আাতে সালাম ফিরাতেন না।

ইবন আবী দাউদ (রাযিঃ) ..... সাঈদ (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। আয়েশা রো) বর্ণনা করেছেনঃ বিতর হচ্ছে তিন রাক'আত। তিনি (ﷺ) এগুলোর মধ্যবতী কোন রাক'আতে সালাম ফিরাতেন না।

তারপর আয়েশা (রাযিঃ) থেকে উল্লিখিত রিওয়ায়াতসমূহ ছাড়াও বিতর সংক্রান্ত অনেক রিওয়ায়াত বর্ণিত আছে। বস্তুত যখন এগুলোর বিষয়বস্তু স্পষ্টরূপে সম্মুখে আসবে তখন সা'দ ইব্‌ন হিশাম (রাহঃ) বর্ণিত. হাদীসের বিষয়বস্তুই প্রমাণিত হবে।
1670 - حَدَّثَنَا أَبُو بِشْرٍ الرَّقِّيُّ , قَالَ: ثنا شُجَاعُ بْنُ الْوَلِيدِ , عَنْ سَعِيدِ بْنِ أَبِي عَرُوبَةَ , عَنْ قَتَادَةَ , عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى عَنْ سَعْدِ بْنِ هِشَامٍ , عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: «كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُسَلِّمُ فِي رَكْعَتَيِ الْوِتْرِ»

1671 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الْمِنْهَالِ , قَالَ: ثنا يَزِيدُ بْنُ زُرَيْعٍ , عَنْ سَعِيدٍ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ فَأَخْبَرْتُ أَنَّ الْوِتْرَ ثَلَاثًا لَا يُسَلِّمُ بَيْنَ شَيْءٍ مِنْهُنَّ. ثُمَّ قَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا بَعْدَ هَذَا أَحَادِيثُ فِي الْوِتْرِ إِذَا كُشِفَتْ رَجَعَتْ إِلَى مَعْنَى حَدِيثِ سَعْدٍ هَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৭০ | মুসলিম বাংলা