শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২. নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬৬৯
বিতর প্রসঙ্গ
১৬৬৯। সুলায়মান ইব্ন শু'আইব (রাহঃ) ..... মু্তালিব ইবন আব্দুল্লাহ্ আল-মাখযূমী(রাহঃ) থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি ইবন উমর (রাযিঃ)-কে বিতর সম্পর্কে জিজ্ঞাসা করেছে। তিনি তাকে মাঝখানে পৃথক করতে নির্দেশ দিলেন। লোকটি বলল, আমি আশংকা বোধ করছি যে, লোকেরা এটিকে বূতায়রা (লেজকাটা সালাত) আখ্যায়িত করবে। ইবন উমর (রাযিঃ) বললেনঃ তুমি তো আল্লাহ্ ও তাঁর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সুন্নত চাচ্ছ, এটি হচ্ছে আল্লাহ্ ও তাঁর রাসূলুল্পাহ (ﷺ)-এর সুন্নত।
তৃতীয় দলের দলীলসমূহঃ
আয়েশা (রাযিঃ) থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বিতর সংতক্রান্ত যে বর্ণনা পাওয়া যায় তার দ্বারা আমাদের পূর্ববর্তী আলোচনার সত্যতা প্রকাশ পায়ঃ
তৃতীয় দলের দলীলসমূহঃ
আয়েশা (রাযিঃ) থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর বিতর সংতক্রান্ত যে বর্ণনা পাওয়া যায় তার দ্বারা আমাদের পূর্ববর্তী আলোচনার সত্যতা প্রকাশ পায়ঃ
1669 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا بِشْرُ بْنُ بَكْرٍ، قَالَ: ثنا الْأَوْزَاعِيُّ، قَالَ: حَدَّثَنِي الْمُطَّلِبُ بْنُ عَبْدِ اللهِ الْمَخْزُومِيُّ، أَنَّ رَجُلًا، سَأَلَ ابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ الْوِتْرِ، فَأَمَرَهُ أَنْ يَفْصِلَ، فَقَالَ الرَّجُلُ: إِنِّي لَأَخَافُ أَنْ يَقُولَ النَّاسُ هِيَ الْبُتَيْرَاءُ. فَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا تُرِيدُ سُنَّةَ اللهِ وَسُنَّةَ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ هَذِهِ سُنَّةُ اللهِ وَسُنَّةُ رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ " وَقَدْ رُوِيَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا فِي ذِكْرِهَا وِتْرَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَدُلُّ عَلَى حَقِيقَةِ مَا ذَكَرْنَا
