শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২. নামাযের অধ্যায়

হাদীস নং: ১৬৬৮
বিতর প্রসঙ্গ
১৬৬৮। ইব্ন আবী দাউদ রে) ..... আমির আল-শা'বী (রাহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমি ইব্ন আব্বাস (রো) ও ইব্‌ন উমর (রাযিঃ)-কে জিজ্ঞাসা করেছিঃ রাসূলুল্লাহ্‌ (ﷺ) -এর রাতের সালাত কিরূপ ছিলো। তারা বললেন, তের রাক'আত । আট রাক'আত তাহাজ্জুদ আর তিন রাক'আত দিয়ে বিতর পড়তেন এবং সুবহি সাদিক হওয়ার পরে দু'রাক'আত ফজরের সুন্নত পড়তেন।
1668 - بِمَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ , قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ , قَالَ: أَخْبَرَنِي مُوسَى بْنُ عُقْبَةَ , عَنْ أَبِي إِسْحَاقَ , عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ , قَالَ: " سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ وَابْنَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا كَيْفَ كَانَ صَلَاةُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّيْلِ فَقَالَ: «ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً , ثَمَانٍ وَيُوتِرُ بِثَلَاثٍ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْفَجْرِ» هَكَذَا فِي النُّسَخِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ১৬৬৮ | মুসলিম বাংলা